One Station One Product: একসময় রেলের হকার উচ্ছেদ নিয়ে গর্জে উঠেছিলেন সাধারণ মানুষ। রাতারাতি রেলস্টেশনগুলি বদলে যায়, ফাঁকা হয়ে যায় স্টেশনের পাশের দোকান। সমস্যায় পড়েছিলেন হকাররা তারা দাবি জানিয়েছিলেন তাদের পুনর্বাসন দিতে হবে। তবে ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট নামে স্টল চালু করবার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার যার ফলে আবারও স্টেশনের ধারে বসবে দোকান।
স্টেশনের স্থায়ী দোকান:
এবারে আর স্টল করে নয় রীতিমত দোকান খুলে ব্যবসা করতে পারবেন। কি কি খাবার দাবার পাওয়া যাবে এই স্টলে। সকলেই কি বুঝতে পারবেন দোকানগুলিতে। ভারত সরকার একটি নতুন যোজনা নিয়ে এসেছে যার নাম ভোকাল ফর লোকাল এন্ড লোকাল টু গ্লোবাল। অর্থাৎ সাধারণ মানুষের পাশে থাকতে ব্যবসায়ীদের সঙ্গেই রয়েছে ভারত।
সেই ব্যবসা আন্তর্জাতিক ক্ষেত্রে ছড়িয়ে দেওয়ার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। ভারতে তৈরি বিভিন্ন পণ্য গুলিকে বিশ্ববাজারে রপ্তানি করবার কথা ভাবছে মোদি সরকার। যেহেতু রেলের মাধ্যমে কোটি কোটি মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায় তাই রেলের মধ্য দিয়েই এই স্টল আনবার পরিকল্পনা করা হচ্ছে। পূর্ব রেল ইতিমধ্যেই এই নিয়ে বিজ্ঞাপন দিয়ে দিয়েছে।
তারা জানিয়েছে হাওড়া ডিভিশনের অন্তর্গত ১০০ টি স্টেশন এবং শিয়ালদহের অন্তর্গত ১০০ টি স্টেশনে এই নতুন দোকানগুলি খোলা হবে। যারা দোকান দিতে চান তাদের কাছ থেকে আবেদনপত্র চাওয়া হচ্ছে। হাওড়া ডিভিশনের অন্তর্গত আদি সপ্তগ্রাম অম্বিকা কালনা আরামবাগ আজিমগঞ্জ জংশন চন্দননগর বাঁশবেরিয়া সহ বেশ কয়েকটি স্টেশনে করা হয়েছে এই দোকান (One Station One Product)।
আবার অন্যদিকে শিয়ালদহ ডিভিশনের দত্তপুকুর পিয়ালী লালগোলা ভগবান গোলা মুর্শিদাবাদ কৃষ্ণনগর বনগাঁ দমদম ক্যান্টনমেন্ট সহ আরো বেশ কয়েকটি স্টেশনের স্থাপন করা হয়েছে স্টল। কিন্তু সকলে কি আবেদন করতে পারবেন। রেল জানাচ্ছে আবেদন প্রক্রিয়া খুবই সহজ। স্টেশন ম্যানেজারের কাছ থেকে একটি সাদা কাগজ আনতে হবে।স্টলের জন্য প্রাথমিকভাবে ফি বাবদ কিছু টাকা পেমেন্ট করতে হবে
রেজিস্ট্রেশন:
এরপর শুরু হবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। স্বচ্ছতা বজায় রেখে লটারি হবে। আবেদনকারীদের মধ্যে কতদিনের জন্য এই দোকানগুলি পাবেন তার একটি নির্দেশিকা দেওয়া হবে। সকলের মধ্যে সমান অধিকারের জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। ১৫ দিনের জন্য যারা রেজিস্ট্রেশন করবেন তাদের জিএসটি সহ ফি দিতে হবে। কুড়ি ইউনিট বিদ্যুৎ ব্যবহার সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। আবার ৩০ দিনের জন্য যারা রেজিস্ট্রেশন করবেন তাদের চল্লিশ ইউনিট বিদ্যুৎ ফ্রি। এর ফলে স্থানীয় শিল্পী এবং উদ্যোক্তারা বড় সুযোগ পেতে চলেছেন। আপনিও যদি দোকান দিতে চান অবশ্যই নিজস্ব ওয়েবসাইটে যোগাযোগ করুন
আরও পড়ুন: চাল বাদ, নয়া ৯টি সামগ্রী মিলবে রেশনে ! সুখবর শোনালো রাজ্য সরকার