HS Exam: বদলে গিয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্যাটার্ন। সেমিস্টার ভিত্তিতে হচ্ছে পরীক্ষা। উচ্চ মাধ্যমিকের সিলেবাসেও এসেছে আদ্যপান্ত পরিবর্তন। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও আসছে বড় বদল। ২০২৪ ২৫ শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার পদ্ধতিতেই হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। সেপ্টেম্বর মাসে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
অর্থাৎ পুজোর আগে হবে প্রথম সেমিস্টারের পরীক্ষা। শিক্ষা সংসদ সম্প্রতি নোটিশ জারি করে উচ্চ মাধ্যমিকের সিলেবাসে কিছু বদল এনেছে। তাই একাদশ এবং দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা অবশ্যই দেখুন এই প্রতিবেদন।
কোন বিষয়ে পরিবর্তন:
নতুন সিলেবাস অনুযায়ী ভূগোল এবং রাশিবিজ্ঞানের কিছু বিষয়ে প্রিন্টিং জনিত ত্রুটি থাকার কারণে আসছে বড় পরিবর্তন। একাদশ শ্রেণির রাশি বিজ্ঞানের পাঁচ নম্বর চ্যাপ্টারের DGCSIR to be read as DGCIS পড়ার কথা বলা রয়েছে। একাদশ শ্রেণির ভূগোলের সেমিস্টার ২ এর তিন নম্বর চ্যাপ্টারে ন্যাচারাল দূরত্বের ম্যানেজমেন্ট পলিসির বদলে সালিয়েন্ট ফিচার অফ ন্যাচারাল ম্যানেজমেন্ট প্লান্ট পড়ার কথা বলা হয়েছে।
বড় বদল সিলেবাসে:
অন্যদিকে ইতিহাস বইতে দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের সপ্তদশ শতাব্দীর পরিব্রাজকের ইতিহাস পড়ার বদলে অন্য বিষয় পড়বার কথা জানানো হয়েছে। অন্যদিকে দর্শনের দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের নম্বর বিভাজন পাল্টে ফেলা হয়েছে। সেপ্টেম্বরে হতে চলার প্রথম পরীক্ষায় এগুলি পড়তে হবে না বলে জানানো হয়। অন্যদিকে পর্ষদের কিছু ভুল ত্রুটি খুব তাড়াতাড়ি পরিমার্জন করা হবে বলেও জানানো হয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে সবকিছু ঠিকঠাক করা হবে বলে জানিয়েছে পর্ষদ।