জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ইচ্ছে পুতুল। টি আর পি তালিকায় বেশ ভালো ফলাফল করতে না পারলেও ধারাবাহিকের লেখক গল্পে বারবার উত্তেজনা সৃষ্টি করেছে।সেই কারণে দর্শকমহলে বেশ চর্চায় থাকে এই ধারাবাহিক। গল্পে প্রথম থেকে এখন পর্যন্ত মেঘের চরিত্রে এসেছে নানা বদল। ক্রমশ হয়ে উঠেছে প্রতিবাদী।
ময়ূরী প্রথম থেকেই নীলর দুর্বল ছিলো। কিন্তু নীল আজও মেঘকেই ভালোবাসে। এই সত্য কথা জানার পর ময়ূরী তার ও নীলের ঘনিষ্ট মুহুর্তের মিথ্যে ভিডিও তৈরি করে। যাতে পরবর্তীকালে তাকে ব্ল্যাকমেল করতে পারে। অন্যদিকে নিউজপেপারে জিষ্ণুর সাথে মেঘের ছবি প্রকাশিত হয় যা দেখে নীল মেঘের বাড়ি এসে জিষ্ণুকে অপমান করে সেইসঙ্গে মেঘকেও অপমান করে।
তাতে বাড়ির সবাই বুঝতে পারে নীল আজও মেঘকেই ভালোবাসে। তাই মধুমিতা দেবী মেয়ে ময়ূরীকে বোঝায় নীলের সঙ্গে বিয়ে না করতে। কিন্তু ময়ূরী কোনো কিছুর বিনিময়ে নীলকে ছাড়তে রাজি নয়। তাই সে মা মধুমিতা দেবীকে জানায় তার আর নীলের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে। তাই এরপর বিয়ে না হলে তার আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই। এইসব শুনে নিজেকে সামলাতে না পেরে অসহায় অবস্থায় কান্না করে ভগবানকে ডাকে।
আরও পড়ুন: Shreelekha Mitra: রুফটপ পার্টিতে হাতে মদের গ্লাস, উদ্যম নাচ শ্রীলেখার! ভিডিও ভাইরাল