Post office Scheme: বর্তমানে শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডের যুগে দাড়িয়ে অসংখ্য মানুষ ভরসা করেন সরকারি সংস্থার উপরে। যেমন পোস্ট অফিস, এলআইসি, বিভিন্ন সরকারি ব্যাংক ইত্যাদির উপর। কারণ মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেট এবং বিভিন্ন সংস্থার স্কিমগুলি থেকে সরকারি সংস্থা বেশি সুরক্ষিত ও কম ঝুঁকিপূর্ণ।
আর এই তালিকায় তো সবার প্রথমেই নাম উঠে আসে পোস্ট অফিসের। ব্যাংক এলআইসি থেকেও পোস্ট অফিসে কিন্তু সুদের পরিমাণ কিছুটা হলেও বেশি আর ঝুঁকিও কম প্রায় নেই বললেই চলে। পোস্ট অফিসে প্রতি মাসে নতুন নতুন স্কিম চালু হয় গ্রাহকদের জন্য। সেরকমই একটি ভালো স্কিম নিয়ে আজ আপনাদের সঙ্গে আলোচনা করব এই প্রতিবেদনে।
বর্তমানে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটেও সুদের হার বেড়েছে। বর্তমানে ৫ বছর মেয়াদি আরডি স্কিমে ৬.৭ শতাংশ হারে সুদ মিলছে। আগে ৬.৫ শতাংশ হারে সুদ দেওয়া হত। আপনি আপনার নিকটবর্তী পোস্ট অফিসের যেকোনো শাখায় রেকারিং ডিপোজিট স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই স্কিমে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ ১০০ টাকা। সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই।
অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ৩ বছর অকাল প্রত্যাহারের সুবিধাও রয়েছে। রেকারিং ডিপোজিট স্কিমে বিনিয়োগের বিপরীতে ঋণও পাওয়া যায়। অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে এক বছর পর জমা পরিমাণের ৫০ শতাংশ পর্যন্ত ঋণ হিসাবে নিতে পারেন বিনিয়োগকারী। তবে এর জন্য আরডি-এর সুদের চেয়ে ২ শতাংশ বেশি হারে সুদ দিতে হবে।
কেউ পাঁচ বছর মেয়াদে রেকারিং ডিপোজিট স্কিমে প্রতি মাসে ৫ হাজার টাকা বিনিয়োগ করেন, তাহলে তিনি হিসেব অনুযায়ী, পাঁচ বছরে বিনিয়োগ করার পর মোট ৩ লাখ টাকা জমাতে পারছে। এর উপর ৬.৭ শতাংশ হারে ৫৬.৮৩০ টাকা সুদ হিসাবে মিলবে। অর্থাৎ সুদ এবং আসল মিলিয়ে তিনি ৩,৫৬,৮৩০ টাকা রিটার্ন পাবেন। এখন যদি বিনিয়োগকারী আরও পাঁচ বছর বিনিয়োগ চালিয়ে যান, তাহলে তিনি মোট ৬ লাখ টাকা জমা করবেন। তার উপর ৬.৭ শতাংশ হারে সুদ দাঁড়াবে ২,৫৪,২৭২ টাকা। তাহলে দশ বছরে সুদ এবং আসল মিলিয়ে তিনি মোট ৮,৫৪,২৭২ টাকা রিটার্ন পাবেন।