IND vs SL ODI Series: গতকাল অর্থাৎ রবিবার ৪ঠা আগস্ট ছিল ভারত শ্রীলংকার ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। টসে জিতে শ্রীলংকা প্রথমে ব্যাটিং করতে নামে মাঠে। ৫০ ওভারে শ্রীলঙ্কা করে ২৪০ রান। তারপর ভারতীয় দল নামে ব্যাটিংয়ের জন্য। শুভমান গিলের সঙ্গে ওপেনিং এ নেমে দলকে অনেকটা এগিয়ে নিয়ে যান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
রোহিত শর্মার ব্যাটে আসে দুরন্ত হাফসেঞ্চুরি। ২৪১ রান তাড়া করতে নেম ওপেনিংয়ে শুভমন গিলের সঙ্গে ৯৭ রান যোগ করেন ভারতীয় অধিনায়ক। কিন্তু তাও কাল ৩২ রানে শ্রীলঙ্কার কাছে হারতে হল ভারতকে। শ্রীলঙ্কার বোলার জেফ্রি ভ্যান্ডারসের ছয় ছয়টি উইকেট ভারতীয় দল কে হারের পথ দেখিয়ে দিল।
প্রথম ওয়ান ডে ম্যাচে ওয়ানিন্দু হাসারাঙ্গার চোট এর কারণে দলে জায়গা করে নেন জেফ্রি ভ্যান্ডারস। প্রথম সারির চার ফাস্ট বোলারের চোট এবং হাসারাঙ্গার অনুপস্থিতিতে এই ম্যাচে পাঁচ স্পিনার নিয়ে মাঠে নামে শ্রীলঙ্কা। সেই পরিকল্পনাই যে তাঁদের সাফল্যের পথ দেখিয়েছে তা বলাই বাহুল্য। ভারতীয় দলে যতক্ষণ রোহিত শর্মা ব্যাট করছিলেন ততক্ষণ পর্যন্ত সব ঠিকই চলছিল।
মাত্র ২৯ বলে হাফ সেঞ্চুরি করেন ক্যাপ্টেন রোহিত। ৬৪ রানে রোহিত আউট হওয়ার পরই এক এক করে উইকেট পড়তে থাকে ভারতীয় দলের। গিল (৩৪), বিরাট কোহলি (১৪), শিবম দুবে (০), শ্রেয়স আইয়ার (৭), কেএল রাহুল (০) রান করেন।
এরপর অক্ষয় প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দরের ব্যাটে কিছুটা স্বস্তি মেলে, কিন্তু তাও বেশিক্ষণ টেকে না। সপ্তম উইকেটে দুইজনে যোগ করেন ৩৮ রান। তবে অক্ষর ৪৪ রানে আউট হওয়ার পর কেউই আর তেমন ব্যাট চালাতে পারেননি শ্রীলঙ্কার বোলারদের সামনে। ভ্যান্ডারসের ছয় উইকেটের পাশাপাশি তিন উইকেট নেন লঙ্কান অধিনায়ক চরিথ আসালঙ্কা। তিন ম্যাচের সিরিজ়ের প্রথম ম্যাচ টাই হয়েছিল। এই ম্যাচ শ্রীলঙ্কা জিতল। বর্তমানে সিরিজ়ে ১-০ এগিয়ে গেল শ্রীলঙ্কা।