E-Passport : ভারতীয় পাসপোর্টে ধামাকাদার বদল! ৫টি নতুন নিয়ম চালু হচ্ছে একসঙ্গে, না জানলে হতে পারে বড় বিপদ!

ভিসা হাতে পেলেই যে আপনি বিদেশ ঘুরতে যেতে পারবেন, এমনটা নয়! প্রথম শর্তই হল বৈধ পাসপোর্ট (Passport)। কিন্তু সামনের দিনে সেই পাসপোর্ট নিয়েই আসছে বড়সড় পরিবর্তন। অনেকেই জানেন না, ছোট ছোট কিছু বদল আপনার যাত্রায় প্রভাব ফেলতে পারে। তাই এখন থেকেই সতর্ক হওয়া দরকার। WhatsApp Group Join Now Telegram Group ...

Updated on:

E-Passport : ভারতীয় পাসপোর্টে ধামাকাদার বদল! ৫টি নতুন নিয়ম চালু হচ্ছে একসঙ্গে, না জানলে হতে পারে বড় বিপদ!

ভিসা হাতে পেলেই যে আপনি বিদেশ ঘুরতে যেতে পারবেন, এমনটা নয়! প্রথম শর্তই হল বৈধ পাসপোর্ট (Passport)। কিন্তু সামনের দিনে সেই পাসপোর্ট নিয়েই আসছে বড়সড় পরিবর্তন। অনেকেই জানেন না, ছোট ছোট কিছু বদল আপনার যাত্রায় প্রভাব ফেলতে পারে। তাই এখন থেকেই সতর্ক হওয়া দরকার।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বিগত কয়েক বছরে দেখা গিয়েছে, অনেক ভারতীয় নাগরিক পাসপোর্টের ভুল তথ্য বা অনুপযুক্ত নথির জন্য সমস্যায় পড়েছেন। ভিসা প্রত্যাখ্যান, এয়ারপোর্টে জেরা এমনকি ফ্লাইট মিস—এসব পরিস্থিতি অনেকেই দেখেছেন। তাই বর্তমান যুগে সময়মতো সঠিক তথ্যসহ পাসপোর্ট প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আসছে একাধিক পরিবর্তন, শুরু ই-চিপ যুক্ত ডকুমেন্ট দিয়ে (E-Passport Launch)

সরকারের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই চালু হচ্ছে ই-পাসপোর্ট (E-passport)। এতে থাকবে একটি চিপ (Chip) যার মধ্যে সংরক্ষিত থাকবে আপনার বায়োমেট্রিক ও ব্যক্তিগত তথ্য। স্ক্যান করলেই মিলবে সমস্ত তথ্য, কমবে ভুয়ো পরিচয় বা জাল পাসপোর্টের ঘটনা। তবে এই একটি বদলেই থেমে থাকছে না। আরও চারটি গুরুত্বপূর্ণ নিয়ম বদলাতে চলেছে, যার মধ্যে কিছু নতুন বাধ্যবাধকতা এবং কিছু ব্যক্তিগত গোপনীয়তা (Privacy) সংক্রান্ত সিদ্ধান্ত রয়েছে। যদিও সব নিয়ম একসঙ্গে কার্যকর হচ্ছে না, তবুও এখন থেকেই জানা উচিত এই নতুন নির্দেশিকাগুলি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

জন্মসনদ বাধ্যতামূলক, তবে সবার জন্য নয় (Mandatory Birth Certificate)

নতুন নিয়ম অনুযায়ী, যাদের জন্ম ১ অক্টোবর ২০২৩-এর পর, তাদের পাসপোর্টের জন্য আবেদন করতে গেলে জন্মসনদ (Birth Certificate) বাধ্যতামূলক। তবে যাদের জন্ম তার আগে, তারা আগের মতোই অন্যান্য নথি জমা দিয়ে আবেদন করতে পারবেন। এছাড়া ঠিকানার তথ্য (Address Details) এবার থেকে পাসপোর্টের কভারে আর মুদ্রিত থাকবে না। তার পরিবর্তে থাকবে একটি QR কোড, যার মাধ্যমে ইমিগ্রেশন অফিসাররা তথ্য দেখতে পারবেন। এতে নাগরিকদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা আরও সুরক্ষিত হবে বলে মনে করা হচ্ছে।

Read More: CSP-আপনার কাছেই ব্যাঙ্কের মিনি ব্রাঞ্চ: মাসে ৩০ হাজার টাকা পর্যন্ত আয়ের সুযোগ!

পিতামাতার নাম থাকছে না, সহজ হচ্ছে সিঙ্গেল প্যারেন্টের আবেদন (No Parent’s Name)

নতুন পাসপোর্টে (New Passport Design) আর পিতামাতার নাম বাধ্যতামূলক থাকছে না। ফলে যেসব শিশু বা তরুণ-তরুণীর শুধু একজন অভিভাবক আছেন, তাদের আবেদন প্রক্রিয়া আগের থেকে অনেক সহজ হবে। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ বলেই মনে করছেন অনেকে। এই সিদ্ধান্ত একদিকে যেমন আধুনিক সমাজের বাস্তবতাকে স্বীকৃতি দিচ্ছে, তেমনই নাগরিকদের গোপনীয়তাও বজায় রাখছে। এখন পর্যন্ত অনেকেই বাধ্য হয়ে অতিরিক্ত নথি জোগাড় করতেন, সেই ঝামেলা আর থাকছে না।

বাড়ছে পরিষেবা কেন্দ্র, আরও সহজলভ্য হবে E-Passport আবেদন (Passport Seva Kendra Expansion)

সবচেয়ে বড় সুখবর হল, দেশজুড়ে বাড়ানো হচ্ছে পোস্ট অফিস পাসপোর্ট সেবা কেন্দ্রের (POPSK) সংখ্যা। বর্তমানে ৪৪২টি কেন্দ্র রয়েছে, আগামী দিনে তা বাড়িয়ে ৬০০ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে প্রত্যন্ত এলাকার মানুষজনও সহজেই আবেদন করতে পারবেন। আর সমস্ত বদলের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য, ই-পাসপোর্টের রোলআউট শুরু হবে দেশের প্রধান শহরগুলি থেকে এবং পরে ধাপে ধাপে দেশের অন্যান্য প্রান্তেও পৌঁছাবে।

Read More: ছুটির দিনেও মিলবে প্রকল্পের টাকা: পঞ্চায়েত দপ্তরের ‘সহজ সরল’ মোবাইল অ্যাপ আনছে নবান্ন