Indian Railways: আমাদের দেশে যাতায়াতের মাধ্যমে হিসেবে রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকেই যা তাদের যাতায়াতের মাধ্যমে হিসেবে প্রাথমিক ভাবে রেলপথের উপরই ভরসা করে থাকে। নিত্যযাত্রা হোক বা দূরে কোথাও ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা সবসময় সকলের প্রধান পছন্দের তালিকায় থাকে রেলপথ।
তবে বর্তমানে যে সমস্ত ঘটনা ঘটছে তাতে করে রেলের পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ করছে সাধারণ মানুষ। কিন্তু প্রতিদিনই রেল নতুন নতুন সংস্করণ নিয়ে হাজির হচ্ছে। রেল শুধু বন্দে ভারত এক্সপ্রেসের মতো আধুনিক ও দ্রুতগতির ট্রেনই চালু করেনি, বরং হাজার হাজার রেল স্টেশনের পুনরুজ্জীবনের লক্ষ্যমাত্রাও নির্ধারন করেছে। পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার্থে অমৃত ভারত এক্সপ্রেসও চালু করা হয়েছে (Indian Railways)।
সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পরিদর্শন করেন। এর পাশাপাশি প্রস্তুত রয়েছে বন্দে মেট্রোও বলে জানানো হয়। এরই মাঝে শোনা যাচ্ছে, এখন ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগে যাতায়াতের প্রস্তুতি শুরু করে দিয়েছে রেল। ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগে ছুটতে পারবে এই ট্রেন। চলতি বছরের জুন মাসে ভারতীয় রেল (Indian Railways) চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিকে (আইসিএফ) ৮টি কোচ সহ দুটি স্ট্যান্ডার্ড গেজ ট্রেন সেট রেক তৈরির জন্য চিঠি লিখেছিল।
ট্রেনের সেটটি স্টিলের তৈরি হতে হবে। এছাড়া এর সর্বোচ্চ গতি হতে হবে ২৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং রানিং স্পিড হতে হবে ২২০ কিমি প্রতি ঘন্টা। বর্তমানে বন্দে ভারত এক্সপ্রেসের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার। এখানে শতাব্দী এক্সপ্রেসের মতো ভ্রমণ ক্লাস রয়েছে। এই ট্রেনটি যাত্রীদের সম্পূর্ণ নতুন ভ্রমণের অভিজ্ঞতা প্রদান করে।
চলতি মাসের শুরুর দিকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিইএমএলের বেঙ্গালুরু রেল কমপ্লেক্সে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পরিদর্শন করেন। এই ট্রেনটি অনেক বিশ্বমানের সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত। এর মধ্যে রয়েছে ইউএসবি চার্জিং, রিডিং লাইট, ডিসপ্লে প্যানেল, সিকিউরিটি ক্যামেরা, মডিউলার প্যান্ট্রি এবং আধুনিক টয়লেট। প্রথম এসি গাড়িতেও স্নান করতে পারবেন। এটি বন্দে ভারত এক্সপ্রেসের আপগ্রেড ভার্সন।
আরও পড়ুন: Kolkata Metro: পরিবর্তন করা হলো গঙ্গার নিচের মেট্রো পরিষেবার সময়সূচী, দেখে নিন নতুন টাইম টেবিল