Indian Railway: আমাদের দেশে যাতায়াতের মাধ্যমে হিসেবে রেলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকেই যা তাদের যাতায়াতের মাধ্যমে হিসেবে প্রাথমিক ভাবে রেলপথের উপরই ভরসা করে থাকে। নিত্যযাত্রা হোক বা দূরে কোথাও ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা সবসময় সকলের প্রধান পছন্দের তালিকায় থাকে রেলপথ।
তবে বর্তমানে যে সমস্ত ঘটনা ঘটছে তাতে করে রেলের পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ করছে সাধারণ মানুষ। কোথাও যাত্রী সংখ্যা বেশি হলেও টিকিট কম, তো কোথাও আবার এসি কোচে বিনা টিকিটেই উঠে পড়ছে লোকজন। তবে এবার এই সমস্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিচ্ছে ভারতীয় রেল।
যাত্রীদের কথা মাথায় রেখে প্রতিবছর প্রিমিয়াম ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে, সাথে সাথে বাড়ানো হচ্ছে এসি কোচের সংখ্যা (Indian Railway)। কিন্তু এমন অনেক মানুষ রয়েছেন যারা খরচ বাঁচাতে এখনো জেনারেল নন এসি কামড়াগুলিতেই টিকিট কেটে থাকেন। কিন্তু এসি কোচ বেড়ে যাওয়ায় একদিকে যেমন খরচ সামলানো দায় হচ্ছে তেমনি জেনারেল কোচ কমে যাওয়ায় এসি কোচে অনুপ্রবেশের মত ঘটনাও বাড়ছে।
এবার এই সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিল রেল কর্তৃপক্ষ। গোটা দেশের বিপুল সংখ্যক ট্রেনেই নন এসি কোচের ঘাটতি পড়েছে। এবার সেটা পূরণের জন্য ২৫০০ নন এসি কোচ তৈরির সিদ্ধান্ত নিয়েছে রেল। আর এই সমস্ত কামরার ভাড়াও কম হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে রেলমন্ত্রী (Indian Railway) অশ্বিনী বৈষ্ণব জানান, সমস্ত ট্রেনের ক্ষেত্রেই নন এসি কোচের সংখ্যা দুই তৃতীয়াংশ ও এসি কোচের সংখ্যা এক তৃতীয়াংশ রাখা হবে। এছাড়াও এক্সপ্রেস ট্রেনে নূন্যতম ৪টি জেনারেল কোচ রাখা হবে। আগামী দিনে মোট ১০,০০০ নতুন জেনারেল কোচ তৈরী করে এক্সপ্রেস ট্রেনের সাথে যুক্ত করা হবে। এছাড়াও আরও ৫০টি অমৃত ভারত চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান রেলমন্ত্রী। সাধারণ মানুষের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।