Indian Railways Tatkal Ticket: ভারতীয় রেল যাত্রীদের জন্য এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে। তৎকাল টিকিট কাটার নিয়মে এসেছে বড়সড় বদল। ২০২৫ সালের জুলাই মাস থেকে তৎকাল টিকিট বুক করতে গেলে লাগবে আধার কার্ড এবং চালু হবে OTP ভিত্তিক ভেরিফিকেশন সিস্টেম। শুধু তাই নয়, এসি ও স্লিপার ক্লাসের ভাড়াও কিলোমিটার অনুযায়ী বেড়ে যাচ্ছে। রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই পরিবর্তনের মূল উদ্দেশ্য টিকিট ব্যবস্থায় স্বচ্ছতা আনা এবং কালোবাজারি রোখা।
তৎকাল টিকিট কাটতে লাগবে আধার কার্ড ও OTP ভেরিফিকেশন
১ জুলাই ২০২৫ থেকে IRCTC ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে তৎকাল টিকিট (Indian Railways Tatkal Ticket) কাটার সময় যাত্রীদের বাধ্যতামূলকভাবে আধার নম্বর দিয়ে ভেরিফিকেশন করতে হবে। আধার লিঙ্কড মোবাইলে OTP যাবে, সেটি দিয়ে টিকিট বুকিং সম্পন্ন করতে হবে। এটি চালু হবে ১৫ জুলাই থেকে।
- আধার ছাড়া তৎকাল টিকিট কাটা যাবে না
- OTP ভেরিফিকেশন বাধ্যতামূলক
- শুধুমাত্র ভেরিফায়েড ব্যবহারকারীরাই বুক করতে পারবেন
এছাড়া রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, টিকিট বুকিংয়ের সময় এজেন্টদের জন্যও বিধিনিষেধ থাকবে।
- বুকিং শুরুর প্রথম ৩০ মিনিট এজেন্টরা টিকিট বুক করতে পারবেন না
- সকাল ১০টায় এসি ক্লাস ও সকাল ১১টায় স্লিপার ক্লাসের বুকিং শুরু হবে
- এজেন্টরা যথাক্রমে ১০:৩০ ও ১১:৩০ থেকে বুক করতে পারবেন
তৎকাল টিকিটের ক্ষেত্রে টিকিট কাটার সময়সূচি (Booking Schedule):
শ্রেণি | সাধারণ যাত্রীদের জন্য বুকিং | এজেন্টদের জন্য বুকিং |
---|---|---|
এসি | সকাল ১০টা | সকাল ১০:৩০ |
স্লিপার | সকাল ১১টা | সকাল ১১:৩০ |
ভাড়া বৃদ্ধি: এসি ও স্লিপার ক্লাসে বাড়ছে ভাড়া
রেল মন্ত্রকের সূত্র অনুযায়ী, দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেনের ভাড়ায় কিলোমিটার ভিত্তিক মূল্যবৃদ্ধি ঘটছে। বিশেষ করে এসি, স্লিপার ও অসংরক্ষিত টিকিটে এই পরিবর্তন কার্যকর হবে।
নতুন হারে ভাড়া বৃদ্ধি:
- নন-এসি (সংরক্ষিত): প্রতি কিলোমিটারে ১ পয়সা বৃদ্ধি
- স্লিপার / ১ম শ্রেণি (অসংরক্ষিত): প্রতি কিমিতে ০.৫ পয়সা বৃদ্ধি
- এসি শ্রেণি: প্রতি কিমিতে ২ পয়সা বৃদ্ধি
- অসংরক্ষিত জেনারেল ক্লাস: প্রতি কিমিতে ০.৫ পয়সা বৃদ্ধি (তবে প্রথম ৫০০ কিমি পর্যন্ত ছাড়)
নতুন এই নিয়ম ২ জুলাই থেকে কার্যকর হবে। তবে নিত্যযাত্রীদের জন্য সিজন টিকিটে (মাসিক) কোনও প্রভাব পড়বে না।
Indian Railways Tatkal Ticket: তৎকাল টিকিট সিস্টেমে প্রযুক্তিগত উন্নয়ন
রেল জানিয়েছে, তৎকাল বুকিং সিস্টেমে এবার বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আসছে।
- আগের যেখানে প্রতি মিনিটে ৩২,০০০ টিকিট কাটা যেত,
- এখন থেকে প্রতি মিনিটে ১.৫ লক্ষ টিকিট কাটার ক্ষমতা থাকবে।
এতে সাধারণ যাত্রীদের টিকিট কাটা আরও সহজ ও দ্রুত হবে।
কেন আনা হল এই পরিবর্তন?
এই সমস্ত পরিবর্তনের প্রধান কারণ হলো:
- কালোবাজারি রোধ করা
- এজেন্টদের সীমিত করা
- টিকিট বুকিংয়ে স্বচ্ছতা আনা
- সাধারণ যাত্রীদের সুবিধা বৃদ্ধি
- প্রযুক্তির সদ্ব্যবহার
রেলের আধিকারিকরা জানিয়েছেন, যাত্রীদের আধার কার্ড সংযুক্ত করায় এখন সহজেই চিহ্নিত করা যাবে কোন টিকিট কে কেটেছে এবং অবৈধ দালালদের চক্র ভেঙে দেওয়া যাবে।
২০২৫ সালের জুলাই থেকে ভারতীয় রেলে তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আসছে। আধার কার্ড ও OTP ছাড়া টিকিট কাটা যাবে না। এসি ও স্লিপার ক্লাসে বাড়ছে কিলোমিটার অনুযায়ী ভাড়া। নতুন প্রযুক্তিতে প্রতি মিনিটে ১.৫ লক্ষ টিকিট বুক করার ব্যবস্থা থাকছে। এজেন্টদের প্রথম ৩০ মিনিট নিষিদ্ধ রাখা হচ্ছে যাতে সাধারণ যাত্রীদের জন্য টিকিট বুক করা সহজ হয়। রেল মন্ত্রকের এই পদক্ষেপে একদিকে যেমন স্বচ্ছতা বাড়বে, অন্যদিকে সাধারণ যাত্রীরাও উপকৃত হবেন।
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |