Post Office Scheme: প্রত্যেকটি মানুষই নিজের আয়ের কিছুটা অংশ ভবিষ্যতের জন্য সঞ্চয় করে থাকেন যাতে সেই অর্থ ভবিষ্যতে বা শেষ বয়সে কাজে লাগতে পারে। তাই অনেকেই পোস্ট অফিস বা এলআইসি তে বিভিন্ন স্কিমে টাকা বিনিয়োগ করে থাকেন যাতে মেয়াদ শেষ হওয়ার পরে এককালীন অনেক টাকা রিটার্ন পেতে পারেন।
এর পাশাপাশি ব্যাঙ্কে ফিক্স ডিপোজিট একাউন্ট খুলে থাকেন যাতে টাকা বিনিয়োগ করলে কিছু বছর পরে সুদসমেত ভালো টাকা রিটার্ন পাওয়া যায়। তবে বিভিন্ন ব্যাঙ্কে ফিক্সড ডিপজিটের ওপরে সুদের হার বিভিন্ন। তবে টাকা বিনিয়োগের জন্য মানুষ সরকারি সংস্থাগুলিকেই বেছে নেন তবে বেসরকারি ব্যাঙ্কে ও এফডি তে পাওয়া যায় দারুন সুদ।
বেসরকারি সেক্টর অ্যাক্সিস ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাঙ্ক এফডি তে প্রদান করছে দারুন সুদ যাতে টাকা বিনিয়োগের পর মেয়াদ শেষে পাতিয়া যাবে দ্বিগুণ টাকা রিটার্ন। জানতে অবাক হবেন এই বেসরকারি ব্যাঙ্কগুলিতে সুদের হার সম্পর্কে। এই বিষয়ে বিস্তারিত জানুন আজকের প্রতিবেদনে।
HDFC ব্যাঙ্কে এফডিতে সুদ ও রিটার্নের পরিমাণ: যদি HDFC ব্যাঙ্কে ১০ বছরের জন্য ১০,০০,০০০ টাকা FD করে, তাহলে ম্যাচিউরিটির সময়ে ২০,০১,৪৬৩ টাকা পাবে। এই বিষয়ে জেনে রাখা প্রয়োজন যে, HDFC ব্যাঙ্ক ১০ বছরের মেয়াদের FD স্কিমে সিনিয়র সিটিজেনদের ৭.৫০ শতাংশ সুদ দিচ্ছে। যদি একজন সিনিয়র সিটিজেন এই মেয়াদের FD স্কিমে ১০ লাখ টাকা বিনিয়োগ করে, তাহলে ম্যাচিউরিটির সময় ২১,০২,১৯৭ টাকা পাবে।
Axis ব্যাঙ্কে এফডিতে সুদ ও রিটার্নের পরিমাণ: যদি Axis Bank-এ ১০ বছরের জন্য ১০,০০,০০০ টাকা FD করে, তাহলে ম্যাচিউরিটিতে ২০,০১,৫৯৭ টাকা পাবে। আমরা এই বিষয়ে বলি যে, অ্যাক্সিস ব্যাঙ্ক ১০ বছরের মেয়াদের FD স্কিমে সিনিয়র সিটিজেনদের ৭.৭৫ শতাংশ সুদ দিচ্ছে। যদি একজন সিনিয়র সিটিজেন এই মেয়াদের FD স্কিমে ১০ লাখ টাকা বিনিয়োগ করে, তাহলে ম্যাচিউরিটির সময়ে ২১,৫৪,৫৬৩ টাকা পাবে।
আরও পড়ুন: DA Hike: পূজোর আগেই বাড়তে পারে সরকারি কর্মীদের বেতন! বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের