iPhone Price: জীবনে একবারও অ্যাপলের ফোন কেনার স্বপ্ন দেখেননি এমন মানুষ বোধয় খুব কমই রয়েছেন। বরাবর গ্রাহকদের মধ্যে এই ফোনের চাহিদা অনেক বেশি। আর কিছুদিনের মধ্যেই নিজেদের নতুন মডেল লঞ্চ করতে চলেছে মার্কিন এই সংস্থা।খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে ১৬ নম্বর সিরিজের চারটি মডেল। যার কারণে ইতিমধ্যে ক্রেতাদের মধ্যে উৎসাহ দেখা গিয়েছে। অত্যাধুনিক ফিচারস সহ বাজারে আসতে চলেছে অ্যাপলের নতুন এই মডেল। যা অন্যান্য ফোনের কোম্পানিগুলিকে বেশ পিছনে ফেলে দেবে। স্মার্টফোনের বাজারে নতুন ফোন লঞ্চ হওয়ার খবর সামনে আসতেই গত বছর লঞ্চ হওয়া আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাসের দাম কমিয়েছে মার্কিন এই সংস্থা। তবে যে শুধু এক বা দুই হাজার টাকা কমেছে আইফোন এর দাম তেমনটা নয় বরং এক ধাক্কায় ১০ হাজার টাকা কমানো হয়েছে। যার কারণে অ্যাপেল কোম্পানির স্মার্টফোন অনেকের সাধ্যের মধ্যে চলে আসবে এমনটাই মনে করা হচ্ছে।
জানেন, কেন অ্যাপলের ফোনের দাম আকাশছোঁয়া?
মূলত স্টোরেজের জন্যই এই ফোনের দাম এতটা বেশি। যে ফোনের ডেটা রাখার ক্ষমতা যত বেশি তার দামও তত বেশি। নিম্নে আইফোন ১৫-র পুরনো ও নতুন দামের তালিকা উল্লেখ করা হলো:
ফোন স্টোরেজ: ১২৮ জিবি
পুরনো দাম : ৬৯,৯০০ টাকা
নতুন দাম : ৬৯,৯০০ টাকা
ফোন স্টোরেজ: ২৫৬ জিবি
পুরনো দাম: ৮৯,৯০০ টাকা
নতুন দাম : ৭৯,৯০০ টাকা
ফোন স্টোরেজ: ৫১২ জিবি
পুরনো দাম : ১,০৯,৯০০ টাকা
নতুন দাম : ৯৯,৯০০ টাকা
সম্প্রতি আইফোন ১৫ প্লাসের দামও (iphone) আগের তুলনায় অনেকটা সস্তা হয়েছে। এই স্মার্ট ফোনের পুরনো ও নতুন দামের তালিকা নিম্নে উল্লেখ করা হলো:
ফোন স্টোরেজ : ১২৮ জিবি
পুরনো দাম : ৮৯,৯০০ টাকা
নতুন দাম: ৭৯,৯০০ টাকা
ফোন স্টোরেজ : ২৫৬ জিবি
পুরনো দাম : ৯৯,৯০০ টাকা
নতুন দাম: ৮৯,৯০০ টাকা
ফোন স্টোরেজ : ৫১২ জিবি
পুরনো দাম : ১,১৯,৯০০ টাকা
নতুন দাম: ১,০৯,৯০০ টাকা
আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাসে গ্রাহকরা পাবেন ৬.১ ও ৬.৭ ইঞ্চি ডিসপ্লে। যেসব ব্যবহারকারীরা এই স্মার্টফোন ব্যবহার করেন তারা পাবেন অ্যাপলের এ১৬ চিপসেট ও ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট। আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স ইতিমধ্যে ভারতে বন্ধ করে দিয়েছে অ্যাপেল।
স্মার্টফোনের বাজারে অ্যাপেলের ফোনটির (iphone) আরো যে নতুন চারটি মডেল আসতে চলেছে সেগুলি হল – আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স। যার দাম শুরু হবে ৬৭ হাজার টাকা থেকে। যার ফলে এইবার মধ্যবিত্তের হাতের মুঠোয় চলে আসবে এই ফোন। তবে কলকাতার বাজারে অ্যাপলের সর্বশেষ আইফোন মডেল আরেকটু দামি হতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: Today’s Horoscope: শনির কৃপায় খুলে যাবে এই তিন রাশির জাতকের ভাগ্য! দেখে নিন আজকের রাশিফল