Janmastami 2024: জন্মাষ্টমীর দিনে, মথুরা শহরে কংসের কারাগারে দেবকীর অষ্টম সন্তান হিসাবে ভগবান শ্রী কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। শ্রী কৃষ্ণকে শ্রীবিষ্ণুর অবতার এমনটা বিশ্বাস করা হয় যে প্রতি বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে অর্থাৎ জন্মাষ্টমীতে (Janmastami) শ্রী কৃষ্ণের শিশুরূপের পুজো করলে সকল দুঃখ, দোষ ও দারিদ্র দূর হয়।বাঙালি বাড়িতে এই দিন পঞ্চব্যঞ্জনে গোপালকে ভোগ দেওয়ার রীতি রয়েছে।
কথিত রয়েছে টানা ৭ দিন শ্রীকৃষ্ণ এক আঙুলে পর্বত তুলে ধরেছিলেন। শ্রীকৃষ্ণের অষ্টপ্রহর সেবা দেওয়া হত হলেও ওই কয়েকদিন তিনি অন্ন-জল স্পর্শ করেননি। সেই মতোই, তিনি ফিরে আসার পর তাঁকে ৭ দিন অষ্টপ্রহরের হিসেবে ৫৬ পদ ভোগ দেওয়া হয়। এই বিশ্বাস থেকেই চলে আসছে এই রীতি রীতি।
এই বছর জন্মাষ্টমীতে (Janmastami) অষ্টমী তিথি একদিনেই পড়েছে। সেই কারণে সাধু, সন্ন্যাসী ও গৃহস্থরা একই দিনে শ্রীকৃষ্ণের আরাধনা করতে পারবেন। পঞ্জিকা অনুসারে এই বছর জন্মাষ্টমী পালিত হবে আগামী ২৬ অগস্ট সোমবার। অষ্টমী পড়বে রাত ৩টে ৪০ মিনিটে এবং বেলা ২টো ২০ মিনিট পর্যন্ত অষ্টমী থাকবে।
ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী (Janmastami)। আর তার পরের দিন অর্থাত্ নবমী তিথিতে পালিত হয়ে থাকে নন্দ উত্সব। উত্তরপ্রদেশের মথুরা ও বৃন্দাবনে এই দিনটি বিশেষ ভাবে পালিত হয়। কৃষ্ণের জন্ম উপলক্ষ্যে এটি মূলত খাওয়া দাওয়ার উত্সব। কারণ এদিন ঘরে সন্তান আগমনের খুশিতে গোকূলবাসীর মধ্যে মিষ্টি বিলি করেছিলেন নন্দ ও মা যশোদা।
আর এদিন কৃষ্ণের (Lord Krishna) জন্য ৫৬ ভোগ প্রস্তুত করা হয়। ৫৬ ভোগ, অর্থাত্ ৫৬ রকমের পদ এদিন কৃষ্ণকে নিবেদন করা হয়ে থাকে। যার মধ্যেই থাকে ভাত ,ডাল ,চাটনি ,কঢ়ী ,দই-সব্জির কঢ়ী, সিখরন , বড়া , শরবৎ , মঠরী, ফেনি এমন হরেক পদে সাজিয়ে দেওয়া হয় ভোগের থালা। তবে বাঙালি বাড়িতে হাতে তৈরি তালপোয়া, তালের বড়া, পায়েস, লুচি, পাঁচ ভাজা এমন না না পদে সাজানো হয় গোপালের ভোগের থালা।
আরও পড়ুন: Janmashtami 2024: জীবনে সুখ-সমৃদ্ধি আনতে জন্মাষ্টমীর দিন মেনে চলুন এই ক’টি টোটকা!