Jeet: চাপের মুখে বাংলাদেশ, দেশ ছাড়তে হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বাংলাদেশের মর্মান্তিক ঘটনায় এবারে মুখ খুললেন টলি পাড়ার জনপ্রিয় সুপারস্টার জিৎ (Jeet)। বাংলাদেশ এখন সেনার দখলে।বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হল। বাংলাদেশ সেনার প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন হাসিনা।
উত্তাল বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে কবে? শান্তি ফেরার আশায় একের পর এক বার্তা ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। এমন পরিস্থিতিতে আর চুপ থাকতে পারলেন না সুপারস্টার জিৎ। মুখ খুললেন অবশেষে। যদিও জিৎ কে নিজের ছবির বিষয়ে কথা বলা ছাড়া খুব একটা রাজনৈতিক বিষয়ে মাথা গলাতে দেখা যায় না, কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে নিজেকে আর সামলে রাখতে পারলেন না অভিনেতা। টলিউডের আর্টিস্ট ফোরামের কার্যনির্বাহী সভাপতি জিৎ এবার বাংলাদেশ পরিস্থিতি নিয়ে হলেন সরব।
টলিউডের শিল্পীদের সঙ্গে বাংলাদেশের অভিনেতা-অভিনেত্রীদের বরাবরই যোগসূত্র খুব ভালো। এপার বাংলা এবং ওপার বাংলা শিল্পীরা একে অপরের সঙ্গে বেশ ভালো সম্পর্কই আদান প্রদান করেন। দুই দেশের শিল্পীরা একযোগে ছবি করেছেন বহু, ভবিষ্যৎ পরিকল্পনাও প্রচুর। ফলে প্রতিবেশী দেশের এই ভয়াল পরিস্থিতিতে চিন্তার ভাঁজ পড়েছে ভারতের সিনেপাড়ার শিল্পীদের কপালেও।
দিনে দিনে বাংলাদেশের কোটা আন্দোলন যা রূপ নিচ্ছে তা নিয়ে বেশ চিন্তিত রয়েছেন সকলে। দুই দেশের যৌথ প্রযোজনায় বেশ কয়েকটি ছবি করেছেন জিৎ। দুই দেশেই তাঁর ভক্তের সংখ্যা বিপুল। তাই সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করে জানালেন, ‘প্রতিটা জীবনই মূল্যবান তাই যে কোনও মূল্যে সেটা রক্ষা হওয়া আবশ্যিক’।
বাংলাদেশের এই কঠিন সময়ে আমার প্রার্থনা বাংলাদেশের মানুষদের জন্য। যে সমস্ত ঘটনা সামনে আসছে সেটা খুবই দুঃখজনক। এই ধরনের মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হওয়া হৃদয়বিদারক।
আশা করি এই কঠিন সময় খুব তাড়াতাড়ি পেরিয়ে যাবো। প্রতিটা জীবনই মূল্যবান তাই যে কোনও মূল্যে সেটা রক্ষা হওয়া…
— Jeet (@jeet30) August 5, 2024
সোশ্যাল মিডিয়ায় জিৎ লিখলেন, ‘বাংলাদেশের এই কঠিন সময়ে আমার প্রার্থনা বাংলাদেশের মানুষদের জন্য। যে সমস্ত ঘটনা সামনে আসছে সেটা খুবই দুঃখজনক। এই ধরনের মর্মান্তিক দৃশ্যের সাক্ষী হওয়া হৃদয়বিদারক’। তিনি আরও লেখেন, ‘আশা করি এই কঠিন সময় খুব তাড়াতাড়ি পেরিয়ে যাব। প্রতিটা জীবনই মূল্যবান তাই যে কোনও মূল্যে সেটা রক্ষা হওয়া আবশ্যিক। শান্তি বজায় থাকুক’।