Jio: আকস্মিকভাবে জিও-র নেটওয়ার্ক ডাউন হয়ে যায়, এবং এর ফলে লক্ষ লক্ষ গ্রাহক বিপদে পড়েছেন। আপনার ফোনেও যদি জিও সিম থাকে বা জিও-র অন্য কোনো পরিষেবা ব্যবহার করে থাকেন, তবে এই প্রতিবেদনটি আপনার জন্য। আজ, মঙ্গলবার দুপুরের পর থেকেই সারা দেশে রিলায়েন্স জিও-র পরিষেবা বন্ধ হয়ে যায়।
দেশজুড়ে জিও-র নেটওয়ার্ক বিভ্রাট: ভোগান্তিতে লক্ষ লক্ষ গ্রাহক
এদিন Downdetector-এ ১০ হাজারের বেশি ব্যবহারকারী অভিযোগ করেছেন যে তাদের ফোনে জিও-র সিগন্যাল নেই। প্রায় ২০ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহারে অক্ষম। দিল্লি, লখনউ এবং মুম্বইয়ের গ্রাহকেরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। সারা দেশ থেকেই জিও-র পরিষেবা বিভ্রাট নিয়ে প্রচুর অভিযোগ এসেছে। এমনকি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ #Jiodown ট্রেন্ড করছে। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন লক্ষ লক্ষ জিও গ্রাহক। তবে বিশেষজ্ঞদের মতে নয়ডায় জিও নেটওয়ার্ক পরীক্ষা করা হয়েছে এবং সেখানে নেটওয়ার্ক সঠিকভাবে কাজ করছে, ইন্টারনেটের গতি ছিল প্রায় 60Mbps। এছাড়াও, কিছু ব্যবহারকারী জিও ফাইবার পরিষেবাতেও সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেছেন।
মিমে ভরে উঠল সোশ্যাল মিডিয়া, জিও-র নেটওয়ার্ক সমস্যায় ক্ষুব্ধ নেটিজেনরা
জিও ব্যবহারকারীরা মিম শেয়ার করে একে অপরের কাছে জানতে চাইছেন, তাদেরও কি জিও পরিষেবা নিয়ে সমস্যা হচ্ছে। এক্স হ্যান্ডেলে অনেকে মিমের মাধ্যমে ইন্টারনেট না চালাতে পারার সমস্যার কথা শেয়ার করছেন। এক নেটিজেন মজা করে লিখেছেন, ‘আজ জিও-র ছুটি।’ আরেকজন লিখেছেন, ‘ভাইরা, আমার মন খারাপ হয়ে যাচ্ছে।’