Jio Recharge Plan: জুলাই মাসের প্রথম দিকে ট্যারিফ প্ল্যান বৃদ্ধির ফলে দেশের বিভিন্ন নামিদামি বেসরকারি টেলিকম সংস্থা তথা Jio, Airtel ও Vi রিচার্জ প্ল্যান একধাক্কায় তাদের রিচার্জ প্ল্যানের দাম প্রায় ৬০-৭০ টাকা বাড়িয়ে দিয়েছিল। পাশাপাশি কোনো কোনো প্ল্যানের বৈধতাও কমিয়েছিল টেলিকম সংস্থাগুলি। যার ফলে সাধারণ গ্রাহকরা বেসরকারি টেলিকম সংস্থাগুলি ছেড়ে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা তথা BSNL- এ নিজেদের নম্বর স্যুইচ করেছে। এমতাবস্থায় ফের গ্রাহকদের দুশ্চিন্তায় ফেলল Jio।
ফের প্ল্যানের দাম বৃদ্ধি করল Jio:
Reliance Jio আবারও তার প্ল্যানগুলির দাম বর্ধিত করেছে। তার মধ্যে Jio Netflix সাবস্ক্রিপশন এর দুটি প্রিপেইড প্ল্যান জারি করেছে। উল্লেখযোগ্য বিষয় হল Netflix-এর সঙ্গে এই প্ল্যানগুলির দাম একধাক্কায় ৩০০ টাকা বর্ধিত করেছে জিও। যার জেরে কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে গ্রাহকদের। আজকের প্রতিবেদনে Reliance Jio এর যে দুটি Netflix প্ল্যানের কথা বলা হচ্ছে সেই দুটি প্ল্যান হল ১০৯৯ টাকা এবং ১৪৯৯ টাকা। কিন্তু এখন থেকে এই দুই প্ল্যান আর আগের মূল্যে থাকবে না। এখন এই দুটি প্ল্যানের জন্য গ্রাহকদের আরও বেশি টাকা খরচ করতে হবে।
জানুন, কোন দুই প্ল্যানের দাম বাড়ানো হলো?
সংস্থা সূত্রে জানা গিয়েছে, ১০৯৯ টাকার এই প্ল্যানের দাম ২০০ টাকা বাড়ানো হয়েছে, যার ফলে এই প্ল্যানের দাম বেড়ে হয়েছে ১২৯৯ টাকা। অন্যদিকে, ১৪৯৯ টাকার এই প্ল্যানের দাম ৩০০ টাকা বেড়ে হয়েছে ১৭৯৯ টাকা। এমনিতেই গত মাসের প্রথম দিকে Jio তার অন্যান্য রিচার্জ প্ল্যানগুলির দাম অনেকাংশে বর্ধিত করেছে। আর এর মধ্যেই Netflix সাবস্ক্রিপশন এর দুটি প্রিপেইড প্ল্যান বাড়িয়ে দেওয়ায় মাথার উপর বজ্রাঘাত পড়েছে গ্রাহকদের।
Jio ১২৯৯ টাকার প্ল্যান:
Jio এর ১২৯৯ টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ২জিবি করে হাই স্পিড ডেটা পাবে। সঙ্গে ১০০ টি বিনামূল্যে SMS এর সুযোগ এবং আনলিমিটেড কলিং এর সুবিধা মিলবে। শুধু তাই নয় Netflix এর মোবাইল প্ল্যানের সঙ্গে ৮৪ দিনের বৈধতাও পাওয়া যাবে। যার ফলে ফোন বা ট্যাবলেটে Netflix চালানো যাবে তাও আবার ৪৮০ পিক্সেল রেজোলিউশনে ছবি দেখা যাবে। এছাড়াও, JioCinema, JioCloud এবং JioTV-এ অ্যাক্সেসও মিলবে।
Jio ১৭৯৯ টাকার প্ল্যান:
১৭৯৯ টাকার এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন ৩ জিবি হাই স্পিড ডেটা পাওয়ার পাশাপাশি আনলিমিটেড কলিং এবং প্রতিদিন ১০০ টি SMS এর সুবিধা পাবেন। এছাড়া ৭২০ পিক্সেল রেজোলিউশনে Netflix উপভোগ করতে পারবেন Netflix-এর বেসিক সাবস্ক্রিপশন এর মাধ্যমে। কোনো গ্রাহক এই প্ল্যানটি কিনে থাকলে, এই প্ল্যানটিতে JioCinema, JioCloud এবং JioTV-এ অ্যাক্সেস পাওয়া যাবে।
আরও পড়ুন: Anurager Chhowa: ৮০০ পর্ব পার! সেটেই কেক কেটে উদযাপন অনুরাগের ছোঁয়ার কলাকুশলীদের