Jio Recharge Plan: রিচার্জ মূল্য বৃদ্ধি করার পর এই প্রথম ১১ মাসের দুর্দান্ত একটি অফার প্ল্যান নিয়ে বাজারে হাজির হলো রিলায়েন্স জিও, দাম শুনলে আপনি অবাক হবেন। এই সাশ্রয়ী রিচার্জ প্ল্যান সম্পর্কে আজ আপনাদের বিস্তারিত জানাবো। জিও বাজারে আসার পর থেকেই তাদের সাশ্রয়ী রিচার্জ প্ল্যানের কারণে অসংখ্য গ্রাহকদের হৃদয় জয় করে নিয়েছিল।
তবে গত মাসেই জিও তাদের রিচার্জ প্ল্যান এর দাম ২৫ শতাংশ বাড়িয়ে দিয়েছে। যার ফলে ক্ষুব্ধ রয়েছেন সাধারণ জনতা। এবার তাই সাধারণ জনতার মন ফিরে পেতেই ফের ১১ মাসের দুর্দান্ত সাশ্রয়ী প্ল্যান নিয়ে হাজির হলো জিও।
যে সমস্ত গ্রাহকরা Jio-র সস্তার রিচার্জ প্ল্যান খুঁজছেন তাদের জন্য একটি দুর্দান্ত অফার নিয়ে এসেছে টেলিকম সংস্থা। আপনি যদি আপনার স্মার্টফোনে রিলায়েন্স জিও সিম ব্যবহার করেন এবং একটি দীর্ঘমেয়াদী রিচার্জ প্ল্যানের সন্ধান করে থাকেন তাহলে এই খবরটি আপনার জন্য কার্যকর হতে চলেছে। Reliance Jio-যে রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে তার দাম মাত্র ১৮৯৯ টাকা।
এটি Jio-এর সবচেয়ে সাশ্রয়ী প্ল্যান। আসলে বর্তমানে প্রতিটি পরিবারেই একাধিক স্মার্টফোন রয়েছে। আর বেশিরভাগ মানুষই জিও সিম ব্যবহার করে থাকেন। তাই জিও তাদের রিচার্জ প্ল্যান এর দাম বাড়িয়ে দেওয়ার ফলে অনেকেই বিপাকে পড়েছেন। প্রতি মাসে এত টাকা দিয়ে রিচার্জ করা সম্ভব নয়। তাই জিও গ্রাহকদের কথা মাথায় রেখে কিছু সাশ্রয়ী প্ল্যান বাজারে নতুন করে লঞ্চ করেছে।
Jio-এর এই প্ল্যানে আপনি মোট ৩৩৬ দিন অর্থাৎ ১১ মাসের বৈধতা পাবেন। এই প্ল্যানে আপনি যেকোনো নেটওয়ার্কে গ্রাহকদের সীমাহীন কলিং সুবিধা দেওয়া হয়। এর সাথে, আপনি প্ল্যানে মোট ৩৬০০টি বিনামূল্যের SMS পাবেন। পাশাপাশি সম্পূর্ণ বৈধতার জন্য 24GB ডেটা দেওয়া হয়। এছাড়াও ব্যবহারকারীদের কিছু অতিরিক্ত সুবিধাও প্রদান করা হয়ে থাকে এই প্ল্যানে। আপনি Jio TV-তে বিনামূল্যে অ্যাক্সেস সহ Jio Cinema-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন।