Jio Recharge Plan: এবারে জিও গ্রাহকদের জন্য রইল দারুন সুখবর। জিও প্রতিনিয়ত গ্রাহকদের নতুন নতুন অফার দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করে চলেছে। আর এবার এই টেলিকম সংস্থাটি ২৮ দিনের ভ্যালিডিটির বদলে ৩০ দিনের ভ্যালিডিটির একটি নতুন রিচার্জ প্ল্যান লঞ্চ করল। যদিও সম্প্রতি টেলিকম সংস্থাটির তরফ থেকে রিচার্জের দাম বৃদ্ধি করার কারণে অনেক গ্রাহক হারিয়েছে জিও।
কিন্তু এবারে অসাধারণ এক রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হলো জিও।জিওর পাশাপাশি দেশে অন্য যে সকল টেলিকম সংস্থা রয়েছে প্রত্যেক টেলিকম সংস্থার রিচার্জ প্ল্যানগুলির অধিকাংশ ভ্যালিডিটি ২৮ দিনের হয়ে থাকে। কিন্তু মাস হয় ৩০ অথবা ৩১ দিনে। এক্ষেত্রে ২৮ দিনের ভ্যালিডিটি রিচার্জ করে অনেকেই হিসাব রাখতে সমস্যায় পড়েন, বিভিন্ন সময় তাদের অসুবিধা হয়। আর এসবের পরিপ্রেক্ষিতেই এবার জিও তাদের গ্রাহকদের জন্য ক্যালেন্ডার মান্থ অর্থাৎ ৩০ দিনের রিচার্জ প্ল্যান নিয়ে এলো।
জিওর তরফ থেকে যে নতুন ৩০ দিনের রিচার্জ প্ল্যানটি আনা হয়েছে তার পিছনে খুব বেশি যে খরচ করতে হবে এমন নয়। তবে ২৮ দিনের রিচার্জ প্ল্যানের থেকে কিছুটা হলেও বেশি খরচ করতে হবে। সংস্থার ৩০ দিনের রিচার্জ প্ল্যানটির পিছনে খরচ করতে হবে ৩১৯ টাকা। চলুন দেখে নেওয়া যাক গ্রাহকরা ৩১৯ টাকায় কি কি সুবিধা পাবেন জানেন? চলুন তাহলে জেনে নেওয়া যাক।
৩১৯ টাকা রিচার্জ করলে জিও গ্রাহকরা আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ টি করে এসএমএস, জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড সাবস্ক্রিপশন পাবেন। আগেই জানানো হয়েছে এই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা ৩০ দিন ভ্যালিডিটি পাবেন। এর পাশাপাশি গ্রাহকদের এই রিচার্জ প্ল্যানটিতে দেওয়া হবে প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা।
আরও পড়ুন: DA Hike: বাড়বে মহার্ঘ ভাতা! চাপে পড়তেই ১ মাস পর ডিএ নিয়ে বড় ঘোষণা রাজ্যের; জানুন বিস্তারিত