Ekchokho.com 🇮🇳

মাত্র ১০১ টাকায় আনলিমিটেড ডেটা! Jio-র স্বপ্নের প্ল্যান, এবার নেট শেষ হওয়ার ভয় নেই

Jio: একসময় মানুষ মোবাইল ফোন (Mobile Phone) ব্যবহার করত শুধুমাত্র ফোন কল (Phone Call) করার জন্য। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে সব কিছু। আজকের দিনে স্মার্টফোন (Smartphone) আর ইন্টারনেট (Internet) ছাড়া জীবন ভাবাই দায়। অনলাইন স্টাডি (Online Study), ওয়ার্ক ফ্রম হোম (Work From Home), সোশ্যাল মিডিয়া (Social Media), OTT, ই-কমার্স ...

Updated on:

Jio

Jio: একসময় মানুষ মোবাইল ফোন (Mobile Phone) ব্যবহার করত শুধুমাত্র ফোন কল (Phone Call) করার জন্য। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে সব কিছু। আজকের দিনে স্মার্টফোন (Smartphone) আর ইন্টারনেট (Internet) ছাড়া জীবন ভাবাই দায়। অনলাইন স্টাডি (Online Study), ওয়ার্ক ফ্রম হোম (Work From Home), সোশ্যাল মিডিয়া (Social Media), OTT, ই-কমার্স (E-Commerce) — সব কিছুই নির্ভর করছে মোবাইল ডেটা (Mobile Data)-র ওপর।

Data শেষ মানেই সমস্যা, সাধারণ মানুষের বড় চিন্তা

দিনভর নেট ব্যবহার করতে গিয়ে অনেক সময় অজান্তেই প্ল্যানের (Data Plan) ডেটা (Data) শেষ হয়ে যায়। আর তখনই বাধে সমস্যা। নতুন রিচার্জ (Recharge) করতে গিয়ে খরচ বেড়ে যায়। অনেক সময় তো মধ্য পথে কাজও আটকে যায়। বিশেষ করে ছাত্র-ছাত্রী (Student) আর কর্মীদের (Employee) সমস্যাটা সবচেয়ে বেশি। ঠিক সেই কারণেই একটা সস্তা ডেটা প্ল্যান (Cheap Data Plan)-এর দাবি ছিল বহুদিনের।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Jio নিয়ে এল Data Recharge-এর সেরা চমক

গ্রাহকদের সেই চাহিদাকেই গুরুত্ব দিয়ে বাজারে এল Jio-এর নতুন মিড-সাইকেল ডেটা এক্সটেনশন প্ল্যান (Mid-Cycle Data Extension Plan)। মাত্র ₹101 টাকায় এই নতুন প্ল্যানে (New Plan) পাওয়া যাবে দুর্দান্ত সুবিধা। তবে এই প্ল্যান শুধুমাত্র তাদের জন্যই, যারা আগে থেকেই Jio-র অন্য কোনও রিচার্জ প্ল্যান চালু রেখেছেন।

আরও পড়ুন: Jamai Sasthi 2025: ২০২৫ সালে কবে জামাইষষ্ঠী? জানুন জামাই ষষ্ঠীর পূর্ণ রীতি, ইতিহাস ও পাতে থাকুক কোন কোন খাবার!

মাত্র ₹101 টাকায় কী সুবিধা পাওয়া যাবে?

Jio-র এই নতুন ₹101 প্ল্যানে পাওয়া যাবে আনলিমিটেড ডেটা (Unlimited Data)। তবে একটি শর্ত রয়েছে — এই ডেটা সম্পূর্ণ হাই-স্পিড (High-Speed) হবে প্রথম 12GB পর্যন্ত। এরপর ডেটা চলবে কিন্তু স্পিড কমে যাবে। অর্থাৎ, নেট চালু থাকলেও গতি কিছুটা কমে যাবে।

→ প্ল্যানের মূল্য (Price) – ₹101
→ প্রথম 12GB হাই-স্পিড Data
→ তারপর আনলিমিটেড কিন্তু কম স্পিড Data
→ ফুল রিচার্জ না করেও Data বাড়ানোর সুযোগ

গ্রাহকদের জন্য Real Game Changer হতে চলেছে Jio-র নতুন Plan

এই নতুন প্ল্যানের (New Data Plan) সবচেয়ে বড় সুবিধা — মাঝ পথে ডেটা শেষ হলেও আর চিন্তা নেই। ছোট্ট ₹101 খরচ করলেই আগের প্ল্যানেই যুক্ত হয়ে যাবে বাড়তি ডেটা (Extra Data)। ফলে স্কুল-কলেজের পড়ুয়া হোক বা অফিসের ব্যস্ত কর্মী, সকলের হাতেই এবার অনবরত নেট ব্যবহারের সুযোগ (Unlimited Internet Access)। পয়লা বৈশাখের (Poila Baisakh) আগে Jio-র এই অফার নিঃসন্দেহে গ্রাহকদের কাছে স্বপ্নের মতই।

আরও পড়ুন: ই-শ্রম কার্ড অসংগঠিত শ্রমিকদের জন্য কেন্দ্র সরকারের নয়া উদ্যোগ! মাসের শুরুতেই থাকবে ৩০০০ টাকার অনুদান!