Jio New Recharge Plan: চলতি বছর জুলাই মাসে হঠাৎ করেই রিচার্জ ট্যারিফ বাড়িয়ে দেয় বিভিন্ন বেসরকারি টেলিকম সংস্থা।জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়া সহ বিভিন্ন বেসরকারি টেলিকম সংস্থা তাদের রিচার্জর দাম বহুমূল্য করে দেয়। এর ফলে বেকায় দায় পড়েন সাধারণ গ্রাহকরা। বাড়িতে মোবাইল থাকলে তো রিচার্জ করতেই হবে।
কিন্তু এত টাকা দিয়ে রিচার্জ করতে গিয়ে কপালে পড়ে চিন্তার ভাঁজ। অনেকের পাশে এসে দাঁড়ায় বিএসএনএল। সিমপোর্ট করিয়ে ভারত সঞ্চার নিগম লিমিটেডের উপর ভরসা রাখেন সাধারণ মানুষ। ঠিক এই সময়ে নিজেদের বাজার চাঙ্গা রাখতে আসরে নামে জিও। গ্রাহক হাতছাড়া করা যাবে না তাইতো ৯৮ দিনের নতুন প্ল্যান নিয়ে এসে তারা চমক দিতে চাইছে।
গ্রাহকদের কথা মাথায় রেখে তারা কম দামি নানান প্ল্যান লঞ্চ করেছে। ৯৮ দিনের নতুন প্লেনে রয়েছে আনলিমিটেড ফাইভ জি ডেটার সুবিধা। কত টাকা দাম এর কি কি সুযোগ রয়েছে একবার দেখে নেওয়া যাক।৯৮ দিনের এই প্ল্যান প্রিপেড এবং পোস্ট পেড গ্রাহকদের জন্য উপলব্ধ। এর দাম মাত্র ৯৯৯ টাকা অর্থাৎ হাজার টাকার কম। এতে রয়েছে আনলিমিটেড ৫জি অ্যাকসেস।
এছাড়া ভয়েস কল প্রতিদিন ১০০টা করে এসএমএস পাঠানোর সুবিধা, জিও ক্লাউড জিও সিনেমা এবং জিও টিভি দেখার সুযোগ। যাদের ফাইভ জি ফোন নয় তারা ২ জিবি করে ফোরজি ডাটা পেতে পারেন। প্রিপেড এবং পোস্টপেইড দুই ক্ষেত্রেই উপলব্ধ এই প্ল্যান। জিও ওয়েবসাইট এবং মাইজিও এই দুই অ্যাপে রিচার্জ করেন যারা তারা পাবেন এর সুবিধা। ৯৯৯ টাকার এই প্ল্যান ৯৮ দিনের জন্য উপলব্ধ। যাদের নিয়মিত ইন্টারনেট প্রয়োজন হয় তারা নির্দ্বিধায় এই প্ল্যান একসেস করতে পারেন।
আরও পড়ুন: Rule Change 1 October: রান্নার গ্যাসের দাম থেকে একাধিক স্কিম, ১লা অক্টোবর থেকে রদবদল একাধিক নিয়মের