Jio: দেশের বড় বড়ো সিম কোম্পানি গুলোর মধ্যে প্রথম দিকেই থাকে রিলায়েন্স জিওর নাম! এবার মুকেশ আম্বানির জিওর পক্ষ থেকে সুযোগ থাকছে এক বছরের একটি ফ্রি রিচার্জ প্ল্যান জিতে নেওয়ার। যেখানে গ্রাহকরা প্রতি দিন ২.৫ জিবি ইন্টারনেট ব্যবহারের মতো সুবিধা পাবে।কিভাবে পাওয়া যাবে ফ্রি রিচার্জ? জানতে হলে শেষ অবধি প্রতিবেদনটি পড়ুন!
জিও তার কোটি কোটি ইউজারদের জন্য নিয়ে এসেছে সুখবর। এই দুর্দান্ত সুযোগ কাজে লাগিয়ে গ্রাহকরা জিতে যেতে পারেন এক বছরের রিচার্জ। কোম্পানি নিজের ওয়েবসাইটে এই খবর পোস্ট করেছে। এই সুবর্ণ সুযোগ পেতে গেলে মানতে হবে একটি শর্ত। গ্রাহকরা যদি মায় জিও অ্যাপ বা জিওর ওয়েবসাইট থেকে তাদের জিও ফাইবারের এডভ্যান্স বুকিং করেন তবে সেক্ষেত্রে এক বছরের বিনামূল্যে একটি রিচার্জের সুবিধা দেওয়া হবে গ্রাহকদের। তবে এর জন্য বুকিংয়ের সময় মাত্র ৫০ টাকার একটি রেজিস্ট্রেশন ফি দিতে হবে। এরপর ব্রডব্যান্ডটি ইন্সটল হলে তার প্রথম রিচার্জের সাথেই মিলবে ওই ফ্রি রিচার্জের সুযোগ।
এখানেই শেষ নয় ব্রডব্যান্ড এয়ার ফাইবার রিচার্জের ক্ষেত্রেও থাকছে বিশেষ অফার। ফ্রিডম অফারে তিন মাসের রিচার্জের উপর পাওয়া হচ্ছে ৩০% ছাড়। এখন ২১২১ টাকায় পাওয়া যাবে এই প্ল্যানটি। এই রিচার্জের সাথে ৮০০ টির বেশী চ্যানেল, ১২ টির বেশী OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন মিলবে। এছাড়া মিলবে মাসে ১০০০ জিবি ইন্টারনেট ব্যবহারের সুযোগ! এক কথায় সোনায় সোহাগা এই অফারটি নিতে আজই বুক করুন জিও এয়ার ফাইবার।
সঙ্গে থাকছে এক বছরের জন্য প্রতিদিন ২.৫ জিবি ইন্টারনেট যুক্ত প্ল্যান বিনামূল্যে। এই প্ল্যানটির বর্তমান বাজার মূল্য ৩৫৯৯ টাকা। এতে গ্রাহকরা ২.৫ জিবি ইন্টারনেট , আনলিমিটেড কল এবং ১০০ টি ফ্রি মেসেজের সুবিধা পাবেন প্রতিদিন। তাই অফারটি শেষের আগে তাড়াতাড়ি অর্ডার করুন জিও এয়ারফাইবার্।