Justin Bieber: সম্প্রতি বাবা হলেন জনপ্রিয় পপ তারকা জাস্টিন বিবার (Justin Bieber)। স্ত্রী হেইলি জন্ম দিলেন এক ফুটফুটে কন্যা সন্তানের। প্রথমবার বাবা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিলেন জাস্টিন। সোশাল মিডিয়ায় সদ্যোজাত সন্তানের ছবি দিয়ে জাস্টিন বিবার ক্যাপশনে লিখেছেন, ‘স্বাগত জ্যাক ব্লুজ বিবার।’
হেইলির আগে দীর্ঘ ৮ বছরের সম্পর্কের ছিলেন জাস্টিন বিবার ও সেলেনা গোমজে। ৮ বছরের সম্পর্কে হঠাৎই বিচ্ছেদ হয়। তারপরই ২০১৮ সালে মার্কিন মডেল হেইলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাস্টিন। কিন্তু বিয়ের খবর কেউই প্রকাশ্যে আনেননি। বিয়ের চার বছর পূর্তিতে তাঁদের বিবাহের কথা স্বীকার করেন তারকা জুটি।
২০১০ সাল থেকে দীর্ঘ আট বছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয় জাস্টিন বিবার এবং সেলেনা গোমেজের। ২০১৮ সালে হেইলির সঙ্গে বিবাহবন্ধনে জড়ান জাস্টিন। বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে হেইলি জানিয়েছিলেন, তাঁদের দাম্পত্যজীবন কাটছে সিনেমার মতো। তিনি আরও বলেন, জাস্টিনের সঙ্গে তাঁর বোঝাপড়া খুব ভাল বলেই আপাতত সুখে সংসার করছেন তাঁরা।
View this post on Instagram
ভারতেও বেশ কয়েকবার নিজের কনসার্টের জন্য এসেছিলেন জাস্টিন। শেষবার তাকে দেখা গিয়েছিল ভারতের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট এর বিয়েতে। তাদের বিয়ের সংগীতের অনুষ্ঠানে নিজের কনসার্টের জন্য এসেছিলেন জাস্টিন।
তার গানের মাধ্যমে মাতিয়ে রেখেছিলেন গোটা অনুষ্ঠান। অনন্ত এবং রাধিকার বিয়ের সংগীতে গান করার জন্য কয়েক কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন জাস্টিন। এমনকি তাদের বিয়েতে জাস্টিন যে পোশাক পরে এসেছিলেন তা নিয়ে বেশ চর্চা হয়েছিল।