kanchan-Pinky: দীর্ঘদিন সুখী দাম্পত্য জীবন কাটিয়েছেন অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। এক অপরকে ভালোবেসেই শুরু করেছিলেন জীবনের পথচলা। কথা ছিল সারাটা জীবন একসঙ্গে থাকত। তবে হঠাৎই মাঝপথে সবটা থমকে যায়। আট মাস আগে বিচ্ছেদ হয় তাঁদের দুজনের। তৃতীয় বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেতা কাঞ্চন।
সম্প্রতি পিঙ্কি ও কাঞ্চনের একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে ছবির প্রচারের জন্য দিদি নম্বর ওয়ানের মঞ্চে উপস্থিত হয়েছেন পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁকে একা দেখে সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় (বর্তমান তৃণমূলের সাংসদ) জিজ্ঞেস করেন, “ছবিতে তো কাঞ্চনও আছে, ও আসেনি কেন?”
এই প্রশ্নের উত্তরে কিছু বিস্ফোরক কথা বলেছিলেন পিঙ্কি। অভিনেত্রী জানিয়েছিলেন, “আমি যেখানে যাই, সেখানে ভয়ে আসে না কাঞ্চন।” রচনা বলেন, “পর্দা ফাঁস হয়ে যাবে বলে, সব সত্যি বেরিয়ে আসবে বলে?” চোখ নাচিয়ে পিঙ্কি বলেন, “দুটো মানুষ একই ছাদের নীচে থাকে, একজন পয়েন্ট ব্ল্যাঙ্ক সত্যি কথা বলে। অন্যজন জীবনে অপ্রিয় সত্যি কথা বলে না।”
রচনা পিঙ্কির কাছে জানতে চেয়েছিলেন, “কোনটা কে?” পিঙ্কির উত্তর, “আমি পয়েন্ট ব্ল্যাঙ্ক সত্যি বলি। আর কাঞ্চন জীবনেও অপ্রিয় সত্যি বলে না। ফলে আমি সত্যি বলতে গেলেই আঁচলে টান দেয় ও। আমি বলে দিই, এবার যদি টানো, আমি ক্যামেরার সামনেই সত্যিটা বলে দেব যে তুমি আমার আঁচল টানছ।”
উল্লেখ্য, বিয়ের ছ’বছরের মাথায় ‘দিদি নম্বর ওয়ানের মঞ্চে খেলতে গিয়েছিলেন পিঙ্কি। কাঞ্চনের সঙ্গে তাঁর দাম্পত্য জীবনের অভিজ্ঞতা জানতে চেয়েছিলেন সঞ্চালিকা রচনা। দীর্ঘ নিঃশ্বাস ফেলে পিঙ্কি বলেছিলেন, “এই দাম্পত্যের প্রত্যেক পাতায় রোমহর্ষ। গায়ে কাঁটা দেওয়া অভিজ্ঞতা। তাতে রোম্যান্স আছে। অ্যাডভেঞ্চার আছে। ইমোশন আছে। সাইলেন্স আছে। সব রকম আছে…। পরিপূর্ণ প্ল্যাটার…”
দীর্ঘ ১০-১১ বছর চুটিয়ে সংসার করেছিলেন কাঞ্চন ও পিঙ্কি। ২০২০ সাল থেকে হঠাৎই আলাদা থাকতে শুরু করেন তাঁরা। চলতি বছর ১০ই ফেব্রুয়ারি বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের। এরপরই ১৪ই ফেব্রুয়ারি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে আইনি বিবাহ সারেন কাঞ্চন। তাঁদের একমাত্র পুত্র ওশ অবশ্য থাকে তাঁর মায়ের সঙ্গেই।
আরও পড়ুন: BSNL SIM Card: ঘরে বসে মাত্র ৯০ মিনিটেই হাতে পাবেন BSNL- এর সিম কার্ড! জানুন কীভাবে?