Kanchan-Sreemoyee: বর্তমানে টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিক। চলতি বছর ফেব্রুয়ারি মাসে নিজের থেকে বয়সে ছোট শ্রীময়ীকে বিয়ে করায় শুরু থেকেই কটাক্ষের শিকার হতে হয়েছে কাঞ্চনকে। তার সঙ্গে এটি অভিনেতার তৃতীয় বিবাহ। যার কারণে নানান কুমন্তব্য ধেয়ে এসেছে তাঁর দিকে। তবে সোশ্যাল মিডিয়ায় কে কি বলছে সেই নিয়ে বিশেষ মাথাব্যথা করেন না এই চর্চিত জুটি।
উল্টে লোকে যে তাঁদের নিয়ে এত চর্চা করে তা বেশ উপভোগ করেন শ্রীময়ী। মজা করে অভিনেত্রীকে বলতে শোনা যায়, এই বিয়ে করে তাঁদের ফলোয়ার সংখ্যা বেড়েছে। চলতি বছর ফেব্রুয়ারি মাসে ভ্যালেন্টাইনস ডের দিন আইনি বিবাহ সারেন কাঞ্চন-শ্রীময়ী। এরপর ধুমধাম করে সামাজিক বিয়েও করেন তাঁরা। কেটে গিয়েছে কয়েক মাস। বাস্তবে কেমন আছেন এই নব-দম্পতি?
সম্প্রতি শ্রীময়ীকে নিয়ে এমন কিছু কথা বলেছেন কাঞ্চন যা অতীতে তাঁকে কখনোই বলতে শোনা যায়নি। কী এমন বললেন কাঞ্চন? ‘চুপ কর Goss আছে’- নামক একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে অতীতে ফিরে গিয়েছিলেন কাঞ্চন। বললেন, ‘সত্যি আমি ভাগ্যবান।
এমনটা একটা সময় শ্রীময়ী আমার পাশে ছিল, আমি ধূমপান করতাম, মদ্যপান করতাম, সেখান থেকে আমি এখন ধূমপান করি না, মদ্যপান করি না, এটার জন্য আমার যদি ২৫ শতাংশ অবদান থাকে, ওর ৭৫ শতাংশ আছে। যখন রাজনৈতিক নির্বাচন হয়, আমার প্রচারের সমস্ত দায়িত্বে ও ছিল। আমি ঘুরতে যেতাম না, আজ আমি লাদাখ গেছি, মানালি গিয়েছি…।’
কাঞ্চনের এই কথার পরেই তাঁকে থামিয়ে শ্রীময়ী বলেন, ‘ও এটা বলছে, তবে সবটাই নিজের ইচ্ছে। কেউ কাউকে জোর করে কিছু করে নিতে পারে না। এটা ওর অনুভুতি। প্রতিটা পুরুষ মানুষের পাশেই দেখবেন, একটা করে মহিলার খুব প্রয়োজন হয়। যে এক ভাল বন্ধু, যে তাঁকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেবে। আমিও ওর বন্ধু হিসেবে ওর পাশে থাকার চেষ্টা করেছি।’
আরও পড়ুন: Deepika-Ranveer: মুহূর্তের মধ্যে ভাইরাল ছবি! সত্যিই কী তবে পুত্র সন্তানের জন্ম দিলেন দীপিকা!