Kanchan-Sreemoyee: বন্ধুত্বের ১২ বছর পার। কিন্তু মনেই হয়না এতগুলি বছর একসঙ্গে পার করেছেন তাঁরা।বন্ধুত্বের সীমা পেরিয়ে তাঁদের সম্পর্ক মোড় নিয়েছে অন্যদিকে।আপাতত একসঙ্গে সুখে সংসার করছেন তাঁরা। বুঝতেই পারছেন নিশ্চয় কাদের কথা বলা হচ্ছে? এই জুটি অন্য কেউ নন কাঞ্চন-শ্রীময়ী। আজ তাঁদের বন্ধুত্বের ১২ বছর। নিজেদের বন্ধুত্ব নিয়ে অর্থাৎ কীভাবে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠেছিল, সেই বন্ধুত্ব কীভাবে প্রেমের সম্পর্কে পরিণত হলো সেই নিয়েই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেছেন শ্রীময়ী।
শ্রীময়ীর কথায়, ‘আজ আমাদের বন্ধুত্বের ১২ বছর। হয়ত শুরুতে বন্ধুত্বের গভীরতা ছিল না, বন্ধুত্বের মানে ছিল না। যত বছর বাড়ল, ততই বন্ধুত্বের গভীরতা বাড়ল। জন্মালো বিশ্বাস এবং একে অপরের প্রতি ভরসা। কিন্তু এই বারোটা বছরের যাত্রা পথ মোটেই সহজ ছিল না। আমাদের প্রচুর ঘাত -প্রতিঘাত, প্রচুর উত্থান-পতনের মধ্য দিয়ে লড়াই করে যেতে হয়েছে। আমাদের এই বন্ধুত্বের সম্পর্ককে সুন্দর একটা শুভ পরিণাম দিয়েছি। বিবাহ বন্ধনের সম্পর্কে আবদ্ধ হয়েছি।
শুধুমাত্র আমাদের নিঃস্বার্থ বন্ধুত্বের জোরে আমাদের এই বারোটা বছর বন্ধুত্বের টিকে থাকার কারণ হল, আমাদের বন্ধুত্বে কোন চাওয়া পাওয়া ছিল না। কোন বিশেষ চাহিদাও ছিল না। একে অপরকে ব্যবহার করার প্রয়োজনীয়তা ছিল না। এবং কোন উচ্চ আকাঙ্ক্ষাও ছিল না। শুধু ছিল বিশ্বাস, ভরসা ও নিঃস্বার্থ বন্ধুত্ব আর নিঃস্বার্থ ভালোবাসা। আমরা স্বামী-স্ত্রীর থেকেও নিজেকে এখনও বন্ধু বলে ডাকতে বেশি ভালোবাসি। কারণ আমাদের বন্ধুত্বটা আমাদের কাছে খুব প্রিয় নাম।
আমি জীবনে কখনো প্ল্যান করিনি। ভাবিনি এই বন্ধুত্ব , ভালোবাসা, প্রেম তারপর বিয়ে সব কি করে ঘটে গেল, সেটাও জানি না। শুধু একটা জিনিস বিশ্বাস করি it’s all about destiny। আর একটা জিনিস মনে করি, তুমি যদি কোন কিছুর উপর সৎ হও ,তাহলে ঈশ্বর সেটা তোমাকেই দেবেন। কাঞ্চনের কিছু বন্ধু-বান্ধব আর আমার কিছু বন্ধুকে কৃতজ্ঞতা জানাতে চাই, যারা আমাদের এই ১২ বছরের যাত্রাপথে দুঃসময়ে ও সুসময়ে পাশে ছিল এবং আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল।
আজকের দিনে ঈশ্বরের কাছে এটুকুই চাইব আমাদের বন্ধুত্বের বন্ধন যেন মজবুত থাকে ,অটুট হয় এবং দীর্ঘজীবী হয়। Love you বন্ধু।’ উল্লেখ্য, সমস্ত রকম বাধা বিপত্তি পেরিয়ে আজ সুখে সংসার করছেন কাঞ্চন-শ্রীময়ী। কিছুদিন আগে হানিমুনেও গিয়েছিলেন তাঁরা।
আরও পড়ুন: Bank Holiday Timing: প্রতি সপ্তাহে ব্যাঙ্ক বন্ধ থাকবে দুদিন; শীঘ্রই আসতে চলেছে নয়া নিয়ম