Kar Kache Koi Moner Katha: কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha) ধারাবাহিকে এখন পুতুলের সংকট পর্ব চলছে। পুতুলের স্বামী অসুস্থ হাসপাতালে শয্যাশায়ী। তাকে সুস্থ করে তোলবার জন্য প্রয়োজন প্রচুর অর্থের। কিন্তু এত অর্থ কিভাবে পাবে পুতুল। তাই সে নিজের প্রতিভা নিয়ে রাস্তায় নেমে পড়েছে। এখন স্বামীর জন্য অর্থ রোজগার করতে সেই গান গাইছে আর তার পাশে এসে দাঁড়িয়েছে তার ভাই এবং ভাইয়ের বউ।
Kar Kache Koi Moner Katha Latest Episode:
সমাজ পরিস্থিতি যে মানুষকে কোথায় নিয়ে দাঁড় করায় তা দেখা গিয়েছে পুতুলের ক্ষেত্রে। কোনোদিন পুতুলের বিয়ে হবে তা ভাবতেই পারেননি তার পরিবারের কেউ। কারণ পুতুল আসলে মানসিক ভারসাম্যহীন। কিন্তু তার মাথায় রয়েছে বুদ্ধি। সেই বুদ্ধির জোরেই আজ রাস্তায় নেমেছে পুতুল। সেকোনো কাজ করতে না পারলেও তার কন্ঠ দিয়ে অর্থ রোজগার করছে সে। তার স্বামীকে যাতে বাড়িতে ফিরিয়ে আনতে পারে তার জন্যই প্রতিনিয়ত এই প্রয়াস চালিয়ে যাচ্ছে সে। অর্থ দিয়ে তাকে সাহায্য করতে না পারলেও সর্বদা তার মনবল জোগাচ্ছে শিমুল। সম্প্রতি পুতুলের গানের গলা শুনে অভিভূত হয়েছে এলাকার সাধারণ মানুষ। এনজিও অনুষ্ঠানে গান গেয়ে বাড়ি ফিরেছে শিমুল, পরাগ আর পুতুল। কিন্তু মেয়ে গান গাইছে এটা কিছুতেই মেনে নিতে পারছেন নাম মধুবালা দেবী তিনি অপমান করতে থাকেন তার বৌমাকে।
চুপ না থেকে প্রতীক্ষাও একইভাবে অপমান করতে থাকে। মেয়ের এই অবস্থার পিছনে তার ছেলে এবং বৌমা দায়ী এই দাবি করে মধুবালা। তবে মা অন্যায় দাবি করছে এটা বুঝতে পেরেছেন পুতুল। তাই সে প্রতিবাদ করে। তখন শিমুল বলে বসে তারা এই বাড়ি থেকে খুব তাড়াতাড়ি চলে। তবে চলে গেলে যেন এই সম্পত্তিতে কোনরকম ভাগ না চায় এটা লিখে দিতে বলে প্রতীক্ষা। শিমুল এরপর জানিয়ে দেয় যতদিন মধুবালা দেবী বেঁচে রয়েছে ততদিন এই সম্পত্তির কোনো ভাগ নেবে না।
এদিকে এমন সময় শিমুলের কাছে খবর আসে খুব তাড়াতাড়ি অন্য কোন হাসপাতালে ভর্তি করাতে হবে তীর্থকে। দ্রুত চিকিৎসা করাতে হবে এই কথা শুনে হঠাৎ করেই বেরিয়ে যায় পুতুল। তাকে না পেয়ে ছুটে আসে শিমুল এবং পরাগ দেখা যায় রাস্তায় দাঁড়িয়ে গান গাইছে পুতুল। এই দৃশ্য দেখে রীতিমত কান্নায় ভেঙে পড়ে শিমুল এবং পরাগ। সত্যিই কি এবার তীর্থকে বাঁচাতে এবং তার চিকিৎসার টাকা যোগাড় করতে অন্য কোন সুরাহা হবে তাদের সেটাই দেখার।