Kar kache Koi Moner Kotha: জি বাংলার (Zee Bangla) কার কাছে কই মনের কথা (Kar kache koi moner kotha) ধারাবাহিকে একের পর এক টুইস্ট। নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য প্রাণপণের চেষ্টা করে যাচ্ছে পরাগ। এদিকে শিমুল বুঝে গিয়েছে কে আসলে তার মনের মানুষ। শিমুল এবং পরাগ ঘরে বাইরে যুদ্ধ করে চলেছে। এদিকে মধুবালা দেবী শিমুলের প্রতি আর সদয় নন। তিনি এখন তার ছোট ছেলে এবং ছোট বৌমাকে বাঁচানোর জন্য মুখিয়ে রয়েছেন। আদালতে প্রায় হেরে যাচ্ছে শিমুল যে কোন মুহূর্তে তার শাস্তির সম্ভাবনা। পলাশ এবং প্রতীক্ষার উকিল রীতিমতো আটঘাট বেঁধে নেমে পড়েছে।
শিমুলকে দোষী সাব্যস্ত করার জন্য তারা যতদূর যাওয়ার ততদূর যাচ্ছে। ঠিক এই সময় সাক্ষী দিতে আসে পরাগ। পরাগ এতদিন অসুস্থ না হলেও অসুস্থ হওয়ার ভান করেছে। আদালতের সামনে জাহির করে তার ভাই এবং ভাইয়ের উকিল যা বলছে সম্পূর্ণ মিথ্যে। উল্টে তার স্ত্রী শিমুল ব্যানার্জিকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে তার ভাই এবং ভাইয়ের বউ। কিন্তু আদালত কোনরকম প্রমাণ ছাড়া এ কথা মানবে কেন। পরাগ জানায় তার কাছে সমস্ত রেকর্ডিং রয়েছে। এরপর আদালতের অনুমতি নিয়ে সেই রেকর্ড আদালতের সামনে মেলে ধরে সাক্ষী পরাগ।
এদিকে পরাগকে আদালতে দেখে কেঁদে ফেলে শিমুল। তাকে বোঝানোর চেষ্টা করে বিপাশা। পরাগ যে এতদিন স্মৃতি ভোলার মিথ্যা নাটক করেছে সেটা সকলেই ধীরে ধীরে বুঝতে পারে।কিন্তু আসলে নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য সে এত বড় দুঃসাহসিক পদক্ষেপ নিয়েছে এটা জেনে নিজেকে আর ঠিক রাখতে পারেনা শিমুল। কোর্টে দোষী সাব্যস্ত হয় পলাশ এবং প্রতীক্ষা। এবার কি করবে পরাগ এবং শিমুল। নতুন ভাবে কি তাদের সংসার করতে দেখা যাবে। নাকি আবার পরাগকে ভুল বুঝবে শিমুল।