লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Kaushambi Chakraborty: বিয়ের তিন মাসের মাথায় আবারও গায়ে হলুদের পিঁড়িতে কৌশাম্বী! এবার কার গলায় মালা দেবেন অভিনেত্রী?

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Kaushambi Chakraborty: আবারো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কৌশাম্বি (Kaushambi Chakraborty)। বিয়ের তিন মাসের মধ্যেই ভেঙেছে সংসার। তাই এবার নতুন করে সব শুরু করতে চলেছেন তিনি। পুরনো স্বামীকে ভুলতে বসে এবার নতুনের পথে হাঁটছেন অভিনেত্রী কৌশাম্বি। কিন্তু হঠাৎ করে কি হলো কৌশাম্বি এবং আদ্রিতের (Adrit Roy) জীবনে। একেবারে নতুন ভূমিকায় ফিরেছেন কৌশাম্বি।

পরনে রয়েছে গোলাপি পার হলুদ সিল্কের শাড়ি, গোলাপি ব্লাউজ এবং তার সঙ্গে গা ভর্তি সোনার গয়না। সেইসব একগুচ্ছ ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেত্রী (Kaushambi Chakraborty)। দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। কিন্তু তার এবং আদ্রিতের মধ্যে কিভাবে ভাঙলো বিয়ের সম্পর্ক। এইতো যেন কয়েকদিন আগেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন।

হলুদের একেবারে মাখামাখি ছিলেন দুই তারকা। দুই পরিবারের তরফ থেকে জম্পেশ গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়ের পর টুক করে মধুচন্দ্রিমা সেরে এসেছেন। এতদিন সবকিছু ঠিক থাকলেও হঠাৎ করে কেন বিয়ে ভাঙ্গার সিদ্ধান্ত।

WhatsApp Group Join Now

বাস্তবে নয় বরং রিল লাইফে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেত্রী (Kaushambi Chakraborty)। সিরিয়ালেও দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। একপ্রকার বাড়ির সকলের অনুমতি না নিয়েই এই বিয়ে করতে চলেছেন। প্রসঙ্গত জি বাংলার ফুলকি ধারাবাহিকে রোহিতের বিধবা বৌদির চরিত্রে দেখা যাচ্ছে তাকে। প্রথম থেকেই পারমিতা একেবারে ছিমছাম। নিজের প্রাক্তন স্বামীকে কিছুতেই ভুলতে পারেননি তিনি। তবে বৌমার এই দশা আর মেনে নিতে পারছেন না তার শ্বশুরমশাই। তাই জেঠু মনির প্রচেষ্টায় পারমিতা এবং অংশুমানের বিয়ে হচ্ছে। পারমিতার কলেজের বন্ধু হিসেবে এই সিরিয়ালে প্রবেশ ঘটেছে অভিনেতা ফাহিম মির্জার।

এর আগে অবশ্য মিঠাই সিরিয়ালে তাদের দেখা গিয়েছিল একসাথে। এই প্রথমবার পারমিতার নায়ক হতে চলেছেন অংশুমান। যদিও ছেলের এই দ্বিতীয় বিয়ে একেবারেই মেনে নিচ্ছেন না যেঠিমা। তাই পারমিতাকে গায়েব করে দেবার ফন্দি করেছেন তিনি। অন্যদিকে পারমিতাকে খুঁজে বার করতে মরিয়া হয়ে উঠেছে ফুলকি। তাদের মিশন একটাই পুলিশ দাদা এবং পারমিতার বিয়ে দেওয়া।

আরও পড়ুন: Sana Ganguly Salary: ‘কলকাতায় থাকি না’… আরজি কর কাণ্ড নিয়ে মন্তব্যের পরই কটাক্ষের মুখে সৌরভ কন্যা! লন্ডনে কত টাকা মাইনে পান সৌরভ কন্যা?

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।