লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Kaushiki Amavasya 2024 Date & Time: কবে পড়ছে কৌশিকী অমাবস্যা? এই পুণ্যতিথির শুভ মুহূর্ত এবং কতক্ষণ থাকবে জেনে নিন

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Kaushiki Amavasya 2024 Date & Time: চলছে ভাদ্রমাস, এই মাসেই কৌশিকী অমাবস্যা। আর এই কৌশিকী অমাবস্যার সময় পুজো হয় মা কালীর। ভাদ্রপদা অমাবস্যাকেই বলা হয় কৌশিকী অমাবস্যা। এই পুণ্যতিথিতে দেবী কালী পূজিত হন কৌশিকী রূপে। এ বছর কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে ২ সেপ্টেম্বর, ভোর ৫.২১ মিনিটে।

Kaushiki Amavasya 2024 Date & Time:

অমাবস্যা তিথি থাকবে ৩ সেপ্টেম্বর সকাল ৭.২৪ মিনিট পর্যন্ত। অমাবস্যার নিশি ও ব্রত পালন হবে একইদিনে, ২ সেপ্টেম্বর সন্ধ্যায়। এই সময়ে সতীর ৫১ পীঠের মধ্যে তারাপীঠ ভরে ওঠে ভক্তদের ভিড়ে। কথিত রয়েছে, দেবী কৌশিকী হলেন আদ্যাশক্তি মহামায়ার এক রূপ। এই কৌশিকী অমাবস্যায় শুম্ভ, নিশুম্ভ নামে দুই অসুরকে বধ করেছিলেন দেবী। এই দুই অসুরের কাছে ছিল ব্রহ্মার বরদান।

তিনি বলেছিলেন যে, কোনও অযোনি সম্ভূত নারীই তাঁদের বধ করতে পারবেন। আর কোশিকা থেকে সৃষ্ট কৃষ্ণবর্ণ দেবীই এই দুই অসুরকে বধ করেন। এই অমাবস্যাতেই তিনি বধ করেছিলেন বলে কথিত রয়েছে। সেই থেকেই ভাদ্রের ওঅ অমাবস্যা কৌশিকী অমাবস্যা নামে খ্যাত।

কৌশিকী অমাবস্যার মাহাত্ম্য- ভাদ্র মাসের এই কৌশিকী অমাবস্যার তিথিতে বিশেষ তন্ত্রমন্ত্রের ক্রিয়া চলে। তারাপীঠ মহাশ্মশানে গোটা রাত ধরে এই বিশেষ আরাধনায় বসেন। কথিত রয়েছে, এই তারাপীঠে, কৌশিকী অমাবস্যার দিনে সাধক বামাক্ষ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। তন্ত্র মতে এই রাতকে তারারাত্রিও বলা হয়।

WhatsApp Group Join Now

কৌশিকী অমাবস্যা- মনে করা হয়, কৌশিকী অমাবস্যার এই পূণ্য তিথিতে, স্বর্গ ও নরক দুইয়ের দ্বার কিছু মুহূর্তের জন্য উন্মুক্ত হয়। এই সময় ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি, নিয়ে সাধক তাঁর সাধনা সম্পন্ন করতে পারেন বলেও বিশ্বাস। এতে অনেকেই সিদ্ধি লাভ করেন বলে মনে করা হয়। সেদিক থেকে তন্ত্রসাধনার জন্য এই দিনটি খুবই গুরুত্বপূর্ণ। যদিও এই সবই পৌরাণিক কাহিনী।

আরও পড়ুন: Jio: এবার জিও তাদের গ্রাহকদের জন্য নিয়ে আসলো বড় উপহার, বাড়িতে বসেই খুব সহজে পেয়ে যাবেন আপনি VIP নম্বর

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।