Krishna Janmashtami 2024: প্রতিবছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে গোটা দেশ জুড়ে কৃষ্ণ জন্মাষ্টমী (Krishna Janmashtami) পালন করা হয়। ভাদ্র মাসের অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্রের সঙ্গে মিলিত হয়ে মধ্যরাতে কৃষ্ণের জন্মোৎসব উদযাপনের প্রথা প্রচলিত রয়েছে গোটা দেশব্যাপী। বাড়ি থেকে মন্দির সর্বত্রই আড়ম্বরের সঙ্গে কৃষ্ণের জন্মোৎসব পালন করা হয়। কথিত আছে রোহিণী নক্ষত্রে জন্ম হয়েছিল বাল গোপালের। চলতি বছর ২৬শে অগস্ট পালিত হবে জন্মাষ্টমী উৎসব। এই দিনে কিছু বিষয়ের প্রতি বিশেষ যত্নশীল হওয়া উচিৎ।
ঈশ্বরের পিঠ দেখা উচিত নয়: কথিত আছে জন্মাষ্টমীর দিন মন্দিরে শ্রী কৃষ্ণের পিঠ দর্শন করা উচিত নয়। কারণ মায়াময় রাক্ষস কালায়নের সৎকর্মের অবসান ঘটাতে ভগবান শ্রীকৃষ্ণ তাঁর পিঠ দেখিয়েছিলেন তাই এইদিন শ্রীকৃষ্ণের পিঠ দেখলে মানুষের পুণ্যকর্ম বিনষ্ট হয়ে যায়।
তুলসী পাতা তোলা উচিত নয়:
ভগবান শ্রী কৃষ্ণকে বিষ্ণুর পূর্ণ অবতার হিসাবেই মনে করা হয়। সেই কারণে জন্মাষ্টমীতে তুলসী পাতা ছিঁড়ে ফেলা উচিত নয়, কারণ তুলসী ভগবান বিষ্ণুর খুব প্রিয়। এই দিনে তুলসী দেবীর বিশেষ পুজো করলে এবং শ্রী কৃষ্ণকে তুলসি দলও অর্পণ করলে ভালো ফল পাওয়া যায়।
জন্মাষ্টমীর দিন ভাত খাওয়া উচিত নয়। একাদশীর দিনে ভাত খাওয়া যেমন নিষিদ্ধ মনে করা হয় তেমনই জন্মাষ্টমীতেও চাল বা যব দিয়ে তৈরি জিনিস খাওয়া একদমই উচিত নয়।
প্রতিহিংসামূলক জিনিস থেকে দূরে থাকতে হবে:
জন্মাষ্টমীর দিন রসুন, পেঁয়াজ বা তামসিক জিনিস খাওয়া একদমই উচিত নয়। এই দিনে মাংস এবং অ্যালকোহল থেকে নিজেকে দূরে রাখতে হবে। জন্মাষ্টমীতে ব্রত না রাখলেও এই জিনিসগুলো এড়িয়ে চলাই উচিত।
কালো রঙের জিনিস নিবেদন করা উচিত নয়:
জন্মাষ্টমীর দিন ভগবান শ্কৃষ্ণকে কোনও কালো রঙের জিনিস নিবেদন করা উচিত নয়। এমনকি পূজো করার সময় কালো কাপড় পরিধান করা উচিত নয়। এই রং অশুভের প্রতীক বলে বিবেচিত হয়।