Electric Bill: মাস শেষেই মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়ায় বিদ্যুৎ বিল। কেউ এক মাসে আবার কেউ তিন মাসে দেন বিদ্যুৎ বিল। প্রতিটি বাড়িতেই রয়েছে বিদ্যুৎ পরিষেবা। কিন্তু এই পরিষেবা নিতে গেলে খরচ করতে হয়। অতিরিক্ত হারে বিদ্যুৎ বিল দিতে গিয়ে সর্বশ্রান্ত সাধারণ মানুষ। এবার ইলেকট্রিক বিলের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে বিরাট ছাড়।
যুগের সাথে তাল মিলিয়ে যত বিদ্যুতের চাহিদা বাড়ছে ততই বিদ্যুতের বিলও বাড়ছে। তবে বিদ্যুৎ বিল দিতে গিয়ে এবার আর কপালে চিন্তার ভাঁজ পরবে না। ফ্রিজ এসি কিংবা টিভি যত ইচ্ছা চালান দিতে হবে না বেশি বিদ্যুৎ বিল। একটা ট্রিক্স মেনে চললেই বিদ্যুৎ বিল আসবে কম।
বৈধ উপায়ে বিদ্যুৎ বাঁচান:
তবে কোনো রকম অবৈধ উপায় নয়, বৈধ উপায়ই কমাতে পারেন বাড়ির বিদ্যুৎ বিল। অতিরিক্ত বিদ্যুৎ বিলের হাত থেকে বাঁচতে বাড়িতে ব্যবহার করুন এলইডি আলো। অন্যান্য বাল্বের তুলনায় এগুলি অনেকটাই বিদ্যুৎ সাশ্রয় করে। তাছাড়া গরম থেকে বাঁচায় এই এলইডি আলো। আবার এসির তাপমাত্রা যদি ২৪ ডিগ্রিতে রাখেন তবে কারেন্টের বিল পুড়বে অনেকটাই কম।
যাদের বাড়িতে এসি আছে তারা অতিরিক্ত বিদ্যুৎ বিলের হাত থেকে এভাবেই বাঁচাতে পারেন নিজেদের। অনেকে অযথা কোনো রকম কারণ ছাড়া এই বাড়িতে এসি ফ্যান লাইট চালিয়ে রাখেন। এটা করলে চলবে না বরং প্রয়োজনের তুলনায় ব্যবহার না করলেই কমাতে পারবেন বিদ্যুৎ বিল। চার্জার কম্পিউটার টিভি এবং এসির সুইচ বন্ধ করে রাখুন। বিদ্যুৎ বিলের হাত থেকে রাজ্যের মানুষকে বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছিলেন হাসির আলো প্রকল্প।
হাসির আলো:
তাতে গরীব মানুষদের কথা ভেবে বিদ্যুৎ বিলে ছাড় দেওয়া হয়।। ৭৫ ইউনিট পর্যন্ত যাদের বাড়িতে বিদ্যুৎ বিল খরচ হয় তাদের সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় পরিষেবা। আবার ৫১ থেকে ১০০ ইউনিটে আড়াই টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয়। তবে সকলের জন্য নয় যারা বিপিএল তালিকাভুক্ত তারাই এই সুবিধা ভোগ করতে পারবেন।