Government of West Bengal: পুজোর আগে এবার দারুণ খবর রাজ্যবাসীদের জন্য। আবারো পাওয়া যাবে মোটা টাকা। এর আগে রাজ্য সরকারি কর্মচারীদের কথা মত বাড়ানো হয়েছিল DA। যদিও কেন্দ্রীয় হারে বর্ধিত মহার্ঘ ভাতা পাওয়া যায়নি। তবে এবার পুজোর আগে নতুন চমক নিয়ে হাজির রাজ্য সরকার।
রাজ্যের প্রিন্সিপাল একাউন্টেন্ট জেনারেল সকল সরকারি কর্মীর উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি জারি করেছিলেন। তাতে বলা হয় রাজ্য সরকারি কর্মীরা তাদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডের বাৎসরিক রিপোর্ট দেখতে পাবেন কেবলমাত্র অনলাইনে। অফলাইনে আর তারা দেখতে পাবেন না।
বাৎসরিক সুবিধা:
এই সংক্রান্ত রিপোর্ট বাৎসরিক স্টেটমেন্টর মাধ্যমে বোঝার সুবিধা ছিল। তবে এবার সরাসরি অনলাইনেই তা দেখে নিতে পারবেন রাজ্য সরকারি কর্মীরা। কে কত টাকা বর্ধিত হাড়ে এই প্রভিডেন্ট ফান্ডের সুবিধা ভোগ করতে পারবেন সেটা দেখা যাবে। ৬ আগস্ট সরকারি কর্মীদের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি জারি করা হয় রাজ্যের অর্থ দপ্তরের তরফে। সেখানে জানানো হয় কেন্দ্রের মতন রাজ্যের কর্মীদের গ্রুপ ইন্সিওরেন্স সম্পর্কিত বিজ্ঞপ্তি জারি করা হবে।
আসলে প্রতিমাসে কর্মীদের বেতন থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কাটা হয়। অবসরকালীন সময়ে সেই টাকা দেওয়া হয় এককালীন। এই পরিস্থিতিতে গ্রুপ ইনসিওরেন্সে পহেলা আগস্ট থেকে ৩১ শে অক্টোবর পর্যন্ত কত টাকা সুদ দেওয়া হচ্ছে তার নির্দেশিকা জারি করা হয়। প্রতি ইউনিট সাবস্ক্রিপশন ১০ টাকা করে বাড়ানো হয়েছে। জিপিএফ সমপরিমান সুদের হার দেওয়া হয়।।
কত টাকা মিলবে:
বর্তমানে ৭.১ শতাংশ হারে দেওয়া হচ্ছে সুদ । ১৯৮৭ সালে যিনি চাকরিতে যোগ দিয়েছেন তিনি যদি ২০২৪ সালের অক্টোবরে অবসর গ্রহণ করেন তবে ২৪ হাজার ৮৯৬ টাকা তিনি পাবেন। যিনি ১৯৮৮ সালে চাকরিতে যোগ দিয়ে অবসর গ্রহণ করবেন তিনি পাবেন ২২ হাজার ২৫৯ টাকা।
১৯৯০ সালে যোগ দিয়ে যিনি অবসর গ্রহণ করবেন তিনি এককালীন ১৭৭৫০ টাকা পাবেন। যিনি ১৯৯২ সালে চাকরিতে যোগ দিয়েছেন অবসরের সময় তিনি পাবেন ১৪ হাজার ১৮৭ টাকা। এভাবেই, বর্ধিত সুদের হার অনুযায়ী সরকারি কর্মীরা পাবেন প্রভিডেন্ট ফান্ডের টাকা।