Balaram Basu: সোমবারের নবান্ন অভিযান ঘিরে ধন্ধুমার কাণ্ড ঘটেছিল কলকাতা ও হাওড়ায়। কলেজ স্ট্রিট এবং সাঁতরাগাছি থেকে দুটি মিছিল বের হয়ে সোজা রাজ্যের প্রশাসনিক ভবনের দিকে এগিয়ে যায়। তবে এই অভিযানের ছিল না কোন নেতৃত্ব। ছাত্র যুব সমাজের ডাকে এই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ আরজিকর কান্ডের বিচার চেয়ে রাস্তায় নামেন। এই অভিযানে ঘটেছে নানান রকম কান্ড।
কোথাও পুলিশকে মেরে চোখ ফাটিয়ে দেওয়া হয়েছে, আবার কোথাও পুলিশের মাথা ফেটেছে। অন্যদিকে দেখা গেছে আন্দোলনকারীদের উপর পুলিশের লাঠিচার্জের ছবি। এই সবকিছুর মধ্যেই লাইম লাইট কেড়ে নিয়েছেন এক বৃদ্ধ (Balaram Basu)। তিনি কোন ছাত্র নন কিন্তু ছাত্রদের মধ্যেই আন্দোলনে ছিলেন তিনি। তার পরনে ছিল একটি গেরুয়া বসন এবং চোখে চশমা। তাকে প্রথম দেখা যায় কলকাতায় পুলিশের জল কামানের সামনে।
পুলিশ যখন জল কামান ছুরছে ঠিক সেই সময় ছত্রভঙ্গ হয়ে গিয়েছে জনতা। বহু মানুষ সেখান থেকে চলে গিয়েছেন অন্যত্র কিন্তু ওই একটাই মানুষ দাঁড়িয়েছিলেন পুলিশের জল কামানের সামনে। একেবারে সমুদ্রের মধ্যে যেন নিজের নোঙ্গর ফেলে দাঁড়িয়েছিলেন তিনি। নবান্ন অভিজানে হাওড়া ব্রিজের উপর তিনি দাঁড়িয়ে পুলিশকে লক্ষ্য করে কিছু ইঙ্গিত করেন।
बुजुर्ग के इशारों को समझिए..
रेप-मर्डर केस को लेकर कोलकाता में प्रदर्शन जारी है. उसी प्रदर्शन से आज आया है ये वीडियो.#KolkataDoctorDeathCase । #kolkatahospital । #Protest pic.twitter.com/Jx8FHzMkzf
— NDTV India (@ndtvindia) August 27, 2024
যখন তরতাজা যুবক যুবতীরা নিজেদের প্রাণের ভয়ে পালিয়ে গিয়েছেন ঠিক সেই সময় পুলিশের গুলির সামনেও তিনি ছিলেন। গেরুয়া বসন পরা ওই বৃদ্ধ (Balaram Basu) নিজের কাঁধে নিয়েছিলেন জাতীয় পতাকা। এমনকি পুলিশকে ইঙ্গিত করে তিনি দেখান চুরি পরে বসে থাকতে। মঙ্গলবার নবান্ন অভিযানের পর থেকেই ওই বৃদ্ধ দুর্বার গতিতে ভাইরাল হয়ে যান সোশ্যাল মিডিয়ায়। অনেকেই প্রশ্ন তোলেন কে ওই বৃদ্ধ। তাকে নিয়ে সমালোচনার শেষ নেই।
তবে জানা যায় ঐ বৃদ্ধের নাম বলরাম বসু তিনি পেশায় একজন শিক্ষক।এর বেশি আর কিছুই বলেননি তিনি। তিনি আরো বলেন রাজনৈতিক ব্যানারের সমর্থন করেন না তিনি ছাত্রদের আন্দোলনে তিনি পথে নেমেছেন। বিশেষ করে যেভাবে মহিলাদের সুরক্ষা লুন্ঠিত হয়েছে তার অভিযোগে তিনি নেমেছেন পথে। তিনি একটি সংবাদ সংস্থা নিজেকে সনাতনী এবং শিব ভক্ত বলে আখ্যা দান করেছেন।
আরও পড়ুন: Indian Railways: যাত্রীদের স্বার্থে নয়া ব্যবস্থায় রেল পরিষেবায়! বড় পদক্ষেপ রেল কর্তৃপক্ষের