Ration Items List: বর্তমানে আধার কার্ড, প্যান কার্ড এর মতো নথির পাশাপাশি অন্যতম একটি গুরুত্বপূর্ণ নথি হল রেশন কার্ড। বিশেষ করে দেশের দরিদ্র শ্রেণীর মানুষদের জন্য এই রেশন কার্ড অত্যন্ত জরুরি। প্রত্যেক মাসেই বিভিন্ন প্রকারের রেশন কার্ডের মধ্যে কোন কার্ডে কতটা রেশন সামগ্রী পেয়ে থাকেন তারা, কবে কি কতটা পাওয়া যাবে তা খাদ্য দপ্তরের তরফ থেকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়ে থাকে।
সাধারণত প্রায় অধিকাংশ মাসের শুরুতেই রেশন কার্ড উপভোক্তারা কী পরিমাণ খাদ্য সামগ্রী পাবেন তা নির্ধারণ করা হয়। পাশাপাশি নিয়ম অনুসারে, কোন রেশন কার্ড উপভোক্তা কত পরিমাণ খাদ্য সামগ্রী (Ration Items List) পাবেন তা তাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসএমএস করেও জানিয়ে দেওয়া হয়।
মাসে রাজ্যবাসীর জন্যবড়ো সুখবর নিয়ে এলো পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের অসংখ্য রেশন গ্রাহকদের বেশ কয়েকটি যোজনার অধীনে মাথাপিছু অতিরিক্ত রেশন (Ration Card) দেবার কথা ঘোষণা করল। পাশাপাশি পশ্চিমবঙ্গের জঙ্গল মহল ও অন্যান্য বেশ কিছু এলাকায় বসবাসকারী মানুষদের বিশেষ প্যাকেজের মাধ্যমে অতিরিক্ত রেশন সামগ্রী (Ration Items in West Bengal) প্রদান করা হবে বলেও জানিয়েছেন।
অন্যদিকে, ব্লক তৃণমূল সভাপতির বাবার বিরুদ্ধে রেশনে বড়সড় জালিয়াতির অভিযোগ উঠে। ডিলারকে একেবারে ২ কোটি টাকা ফাইন করে খাদ্য দফতর। কাঠগড়ায়, ফাঁসিদেওয়া ব্লকের ব্লক তৃণমূল সভাপতি আখতার আলির বাবা আবদুল হাকিম। ওই ডিলারকেই জাল রেশন কার্ডের মাধ্যমে রেশন বিলি দেখিয়ে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী সরিয়ে ফেলার অভিযোগে দুই কোটি তিন লক্ষ টাকা ফাইন করল খাদ্য দফতর।
আরও পড়ুন: WB Government Donation: ক্লাবে ফের অনুদান, এবার কত টাকা? রাজ্য সরকারের বড় ঘোষণা শুনুন