Sourav Ganguly: ভারতবর্ষের ক্রিকেট জগতের এক কিংবদন্তি নক্ষত্র তিনি। বহুকাল আগে ক্রিকেট থেকে অবসর নিলেও ক্রিকেট তাকে ছাড়েনি। বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন তিনি, এছাড়া ভারতীয় ক্রিকেট বোর্ডের একাধিক দায়িত্ব পালন করেছেন। নিশ্চয়ই বুঝতে পারছেন তার কথা বলছি তিনি আসলে বাংলার এবং বাঙালির নয়নের মনি সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ফিরেছিলেন বিনোদন দুনিয়ায়।
যদিও নায়ক হিসেবে নয় সঞ্চালক হিসেবে তাকে দেখা গিয়েছে একটি রিয়ালিটি শো এর মধ্যে। সেখানেও যথেষ্ট প্রতিপত্তি অর্জন করেছেন তিনি। তবে মাটির মানুষ হিসেবে থাকতেই পছন্দ করেন সৌরভ। দিন কয়েক আগে মেয়ের আয় নিয়ে তিনি বলেন, আয় করে খুব দামি গিফট দিতে চেয়েছিল আমি নিইনি। বরাবর নিজের ব্যক্তিগত জীবন কিছুটা পিছনেই রাখতে পছন্দ করেন। বহুদিন ধরে শিল্পপতি হিসেবে নিরবে কাজ করে যাচ্ছেন তিনি। খুব তাড়াতাড়ি বাংলায় নতুন স্টিল কারখানা গড়ে তুলতে চলেছেন। একাধারে এত প্রতিভা যে মানুষটির কত অর্থ উপার্জন করেন তিনি।
আয়ের নানান সংস্থান:
কত অর্থ করেছেন সঞ্চয়। বিজ্ঞাপন থেকে বিভিন্ন ব্র্যান্ড এনডোর্সমেন্ট বিভিন্ন স্থানে তাকে দেখা যায় মুখ দেখাতে। খুব সংক্ষিপ্ত ক্রিকেট জীবনে বেশ কয়েকটি অসাধারণ ম্যাচের দৌলতে তিনি মানুষের মনের মনিকোঠায় রয়ে গিয়েছেন। তার ব্র্যান্ডের সংখ্যা ৪০ টি। সেখান থেকেই বেশ মোটা টাকা উপার্জন করেন তিনি। একইসঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করেন মহারাজ।
টিভি শো বিজ্ঞাপন ধারাভাষ্য সঞ্চালনা ইত্যাদি নানান জায়গা থেকে অনেক টাকাই রোজগার হয় তার। প্রতিবছর এই রোজগারের পরিমাণ প্রায় ৯০ কোটি টাকা। বিভিন্ন সূত্র বলছে সৌরভ গাঙ্গুলীর বর্তমান সম্পত্তির পরিমাণ ২০০০ কোটি টাকার বেশি। কেবলমাত্র অর্থ উপার্জন করে ক্ষান্ত থাকেন না তিনি। একই সঙ্গে তিনি মোটা অংকের টাকা ট্যাক্স দিয়ে থাকেন।
কত ট্যাক্স দেন:
ভারতবর্ষের একজন সচেতন নাগরিক হিসেবেই তিনি ট্যাক্স দিয়ে সকলকে উৎসাহিত করেন। ২০২৩- ২৪ অর্থ বছরের তিনি ট্যাক্স দিয়েছেন ২৮ কোটি টাকা! যে সকল ক্রিকেটাররা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দিয়ে থাকেন তাদের মধ্যে একেবারে প্রথমেই নাম তুলে ফেলেছেন তিনি। সৌরভের মতো তালিকায় রয়েছে বিরাট কোহলি মহেন্দ্র সিং ধোনি শচীন টেন্ডুলকারের নাম।
আরও পড়ুন: Health Tips: মন মাতানো গন্ধ ছাড়াও শিউলি ফুলের রয়েছে আরো নানান গুণাবলী! জানুন সেইগুলি সম্পর্কে?