TRP List: প্রকাশিত হয়েছে এই সপ্তাহের টিআরপি তালিকা। এই তালিকার উপর ভিত্তি করেই জনতা জনার্দনের রায় প্রকাশিত হয়। কোন সিরিয়ালকে কতটা প্রাধান্য দিচ্ছেন সাধারণ মানুষ সেটা বোঝা যায় এই তালিকার মাধ্যমে। আর এই টিআরপি তালিকা থেকেই বিভিন্ন সিরিয়ালের ভাগ্য নির্ধারিত হয় তা বলাই বাহুল্য। চলতি সপ্তাহে এবারে জি বাংলা থেকে এগিয়ে গেল স্টার জলসা।
এর আগের তিনবারের মতন জয়ী হলো গীতা এলএলবি। অন্যদিকে দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে জি বাংলার ফুলকি এবং নিম ফুলের মধু। তিন নম্বর স্থানে আবার রয়েছে স্টার জলসা এবারে বাজিমাত করেছে কথা। ৫ নম্বর স্থানে রয়েছে দুইটি ধারাবাহিক, জগদ্ধাত্রী এবং কোন গোপনে মন ভেসেছে। টিআরপি তালিকায় প্রথম দশে রয়েছে কোন কোন ধারাবাহিক
- প্রথম: গীতা LLB (৭.০)
- দ্বিতীয়: ফুলকি/ নিম ফুলের মধু (৬.৮)
- তৃতীয়: কথা (৬.৬)
- চতুর্থ: উড়ান (৬.৫)
- পঞ্চম: কোন গোপনেমন ভেসেছে/ জগদ্ধাত্রী (৬.৪)
- ষষ্ঠ: শুভ বিবাহ (৬.৩)
- সপ্তম: রোশনাই (৬.০)
- অষ্টম: বঁধূয়া (৫.৭)
- নবম: মিঠিঝোরা (৫.৬)
- দশম: ডায়মন্ড দিদি জিন্দাবাদ (৫.১)
গীতা এলএলবি এর আগে বেশ কয়েকবার প্রথম স্থান দখল করলেও পর্নার কাছে হেরে যেতে হয়েছিল। কিন্তু অবশেষে নিজের জমি আরো শক্ত করে ফেলেছে তারা। অন্যদিকে নতুন শুরু হওয়ার ধারাবাহিকের মধ্যে বেশ ভালই ছক্কা হাকাচ্ছে পুবের ময়না শুভ বিবাহ ডায়মন্ড দি জিন্দাবাদ। অন্যদিকে, একেবারে শেষ সপ্তাহে নিভে গিয়েছে তুমি আশেপাশে থাকলে টিআরপি। তবে জি বাংলার তুলনায় বেশ ভালই এগিয়ে গিয়েছে স্টার জলসা। এখন অপেক্ষা আগামী সপ্তাহের। আবার কাদের প্রতি মুখ ফেরায় জনতা সেটাই দেখার।
আরও পড়ুন: লঞ্চ হয়ে গেল BSNL-এর 5G সিম; কবে হাতে পাবেন গ্রাহকরা? প্রকাশ্যে বড় আপডেট!