Holiday List: চলতি বছরে জুলাই মাসটা সরকারি কর্মচারীদের জন্য একেবারে ভালো যায়নি। তার কারণ হলো জুলাই মাসে ছুটির সংখ্যা কম। তবে আগস্ট মাস মানেই একগাদা ছুটি। আর সামনেই রয়েছে ১৫ই আগস্ট। এবারে ফের টানা ছুটি পড়তে চলেছে সরকারি স্কুল, অফিস গুলিতে।
যার ফলে এখন পশ্চিমবঙ্গের কর্মীদের মধ্যে রয়েছে খুশির মেজাজ। জুলাই মাসে বিশেষ ছুটি পায়নি রাজ্য সরকারি কর্মচারীরা। তবে, এবার সকলের জন্য এসে গেছে সুখবর। আগস্ট মাসে মিলতে চলেছে একের পর এক ছুটি।
আগস্ট মাসে স্কুল, কলেজ বা ব্যাঙ্ক তো ছুটি থাকছেই, পাশাপাশি পর পর ছুটি পাবে পড়ুয়া ও সরকারি কর্মীরাও। সামনেই ১৫ অগাস্ট বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা দেশ জুড়ে ছুটি থাকবে। ১৭ আগস্ট শনিবার স্কুল বন্ধ থাকবে। অফিসও হাফ ছুটি। ১৮ আগস্ট রবিবার স্কুল, কলেজ, অফিস, আদালত সবই বন্ধ থাকবে।
১৯ আগস্ট সোমবার রাখি পূর্ণিমার জন্য সরকারি অফিস, আদালত, স্কুল কলেজ ছুটি থাকবে। তার আগে শনি, রবি এমনিতেই ছুটি, আর রাখির হলিডে যোগ করে নিলে পরপর টানা তিনদিন ছুটির সুযোগ। ২৪ আগস্ট চতুর্থ শনিবার থাকায় ব্যাঙ্ক ছুটি থাকছে।
এরপর ২৫ আগস্ট রবিবার সর্বত্রই ছুটি থাকবে। ২৬ আগস্ট জন্মাষ্টমী উপলক্ষেও ছুটি মিলবে। সেদিনও সোমবার। ফলে ছুটি পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মীরা। তখনও টানা শনি, রবি, সোম ছুটি কাটানোর সুযোগ থাকছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে আগস্ট মাস জুড়ে শুধু ছুটি উপভোগ করতে চলেছেন সরকারি কর্মচারীরা এবং পড়ুয়ারা।