Jio Recharge Plan: গত মাসের শুরুতে নিজেদের রিচার্জ প্ল্যানের দাম অনেকাংশে বৃদ্ধি করেছে জিও। যার কারণে অনেকেই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL-এ স্যুইচ করেছে। এমতাবস্থায় প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে একের পর এক নতুন প্ল্যান নিয়ে আসছে জিও। তেমনই একটি প্ল্যান লঞ্চ করেছে জিও। যেখানে গ্রাহকরা বিনামূল্যে OTT সাবস্ক্রিপশন সহ একাধিক সুবিধা পাবেন আর এই প্ল্যানের দাম ২০০ টাকার কম।
নতুন লঞ্চ করা Jio-এর এই প্ল্যানের দাম মাত্র ১৭৫ টাকা। তবে এটি শুধুমাত্র একটি ডেটা প্ল্যান যার ভ্যালিডিটি ২৮ দিন। এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন 10GB হাই-স্পিড ডেটা। তবে এই প্ল্যানে অন্যান্য প্ল্যানগুলির মত আনলিমিটেড ভয়েস কলিং এবং ফ্রি এসএমএসের সুবিধা পাবেন না গ্রাহকরা।
আরও পড়ুন: লঞ্চ হয়ে গেল BSNL-এর 5G সিম; কবে হাতে পাবেন গ্রাহকরা? প্রকাশ্যে বড় আপডেট!
তবে যারা ইন্টারনেটে অ্যাকটিভ থাকতে বেশি পছন্দ করেন তাদের জন্য এটি একটি আকর্ষণীয় প্ল্যান। এই প্ল্যানে বিনামূল্যে OTT সাবস্ক্রিপশনের সুবিধাও পাবেন গ্রাহকরা। এই প্ল্যানটিতে ব্যবহারকারীদের ২৮ দিনের জন্য JioCinema প্রিমিয়াম সাবস্ক্রিপশন, JioTV মোবাইল অ্যাপ, Sony LIV, ZEE5 এর মতো প্ল্যাটফর্মগুলিতে সহজ অ্যাক্সেস প্রদান করা হবে।