Indian Railways: ভারতীয় গণ পরিবহনের এক অন্যতম মাধ্যম হলো রেল। রেল ব্যবস্থার মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে পরিভ্রমণ করেন মানুষ।। পণ্য পরিবহন থেকে যাত্রী পরিবহন সবকিছুতেই এগিয়ে রয়েছে ভারতীয় রেল (Indian Railways)। যত দিন যাচ্ছে তত উন্নত হচ্ছে রেল ব্যবস্থা। লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাচ্ছেন। বর্তমানে শুধু এক রাজ্য থেকে অন্য রাজ্যেই সীমাবদ্ধ নয় ভারতীয় রেলের পরিষেবা।
UTS অ্যাপে চালু হল নতুন পরিষেবা
কাশ্মীর থেকে কন্যাকুমারী জুড়ে রয়েছে রেল লাইনের মাধ্যমে। মরুভূমি থেকে পাহাড় সর্বত্র জুড়ে গিয়েছে রেলের মাধ্যমে। বর্তমানে ডিজিটালাইজড হয়েছে রেল ব্যবস্থা। টিকিট কাটা থেকে খাবার বুক করা সবকিছুই সম্ভব হয় মোবাইলের অ্যাপের মাধ্যমে। কোথায় রয়েছে আপনার ট্রেন সেটাও বোঝা যায় এই অ্যাপের মাধ্যমে। বর্তমানে যথেষ্ট বিখ্যাত হয়েছে ইউটিএস অ্যাপ। আইআরসিটিসির বদলে এই অ্যাপ সকলের পছন্দ করছেন। এই অ্যাপ নিয়ে বড় সিদ্ধান্ত নিল উত্তর মধ্য রেল।
এই প্রসঙ্গে এক রেল কর্মকর্তা জানিয়েছেন সাধারণ টিকিটের সর্বোচ্চ কুড়ি কিলোমিটারের সীমাবদ্ধতা এবার বাতিল করা হয়েছে। মধ্যপ্রদেশের ঝাঁসি বিভাগের অন্তর্গত সমস্ত স্টেশনগুলোতে অনলাইনে টিকিট বুকিং সুবিধা চালু করেছে ইউটিএস। যে কোন স্টেশন থেকে সাধারণ যাত্রীদের জন্য টিকিট কেনা যাবে। সংরক্ষিত এবং অসংরক্ষিত দুইভাবে এই টিকিট বুক করা যাবে। আবার স্মার্ট ফোন থেকে ইন্টারনেট সংযোগ থাকলে অনেকেই এই টিকিট কেটে নিতে পারবেন।
আপনার কাছে যদি ইউটিএস অ্যাপ না থাকে। তবে গুগল প্লে স্টোর উইন্ডোজ থেকে ডাউনলোড করে নিতে পারেন। প্রথমে এটি ইন্সটল করতে হবে এরপর টিকিট বুকের যাবতীয় তথ্য দিয়ে ফেলুন। লগ ইন করে পাসওয়ার্ড ব্যবহার করুন চার অংকের। টিকিট বুক করতে আর ওয়ালেট অপশন ব্যবহার করুন। এভাবে টিকিট কাটলে সহজেই মোবাইল থেকে পেয়ে যাবেন সংরক্ষিত এবং অসংরক্ষিত টিকিট। এমনকি অফলাইনে থাকলেও এই টিকিট শো করতে পারবেন আপনি।
আরও পড়ুন: ঝোঁকের মাথায় BSNL 5G Ready সিম কিনছেন পস্তাতে হবে পরে!