Kolkata: আজ শুক্রবার, ১৬ই আগস্ট গোটা রাজ্য জুড়ে রাজ্য ধর্মঘট ডাকা হয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও জানিয়েছেন গোটা বাংলাকে শান্ত করতে হবে। তবে সেই সব রাজনৈতিক কর্মসূচি রুখতে এবার কঠোর অবস্থান নিল সরকার। নবান্নের তরফে এনিয়ে নির্দিষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে আজ শুক্রবার সমস্ত সরকারি কর্মচারীদের কাজে যোগ দিতেই হবে।
সমস্ত সরকারি ও আধা সরকারি অফিসের ক্ষেত্রে এই নির্দেশ আরোপ করা হচ্ছে। এমনকী কোনও সরকারি কর্মী যদি মনে করেন বনধের ছুটি কাটাতে সিএল নিয়ে নেবেন সেটাও পারবেন না। অন্যদিকে যারা ভেবেছিলেন শুক্রবার বন্ধের জেরে কর্মস্থল গুলি ছুটি থাকবে তাদের ভাবনায় জল ঢেলে দিয়েছে রাজ্য সরকার। সরকারি কর্মচারীদের আজ কাজে যাওয়া বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে নবান্নের পক্ষ থেকে। তবে কিছু ক্ষেত্রে ছাড় রয়েছে।
কোনও কর্মী যদি হাসপাতালে ভর্তি থাকেন বা পরিবারে কোনও শোকের ব্যাপার থাকে তবে তিনি না এলেও চলবে। ১৪ তারিখের আগে থেকে শারীরিক অসুস্থতার জন্য যারা ছুটিতে রয়েছেন তাদের ছাড় রয়েছে। সেই সঙ্গেই ১৪ অগ্স্টের আগে যাদের চাইল্ড কেয়ার লিভ, মাতৃত্বকালীন ছুটি, মেডিক্যাল লিভ বা আর্নড লিভের অনুমোদন আগে থেকেই রয়েছে তারা না এলেও চলবে। কিন্তু বাকিদের আসতেই হবে।
তবে যারা বন্ধের কারণে অফিস কামাই করার কথা ভাবছেন তারা যদি শুক্রবার কাজে না আসেন তাদের বেতন কাটা হবে বলে জানানো হয়েছে। এমনকী শুক্রবার অফিসে না আসার পেছনে উপযুক্ত কারণ না থাকলে শোকজ করা হবে। এই শোকজের জবাব যারা দেবেন না তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের নোটিশ জারি করা হবে। সুতরাং যারা যারা ভেবেছিলেন ১৫ই আগস্টের পর শুক্রবার ছুটি নিয়ে শনি রবি ছুটি কাটিয়ে একেবারে সোমবার অফিসে আসবেন তাদের সেই আশা আর পূরণ হচ্ছে না। শুক্রবার যে করেই হোক সিরিয়াস সমস্যা না থাকলে অফিস যেতেই হবে।
অন্যদিকে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আগামীকাল ১৬ই আগস্ট সকাল ৬টা থেকে ১২ ঘণ্টা জনসাধারণের কাছে বন্ধের অনুরোধ করেছে। সমস্ত ক্লাব সহ যত রকমের সংগঠন রয়েছে সমস্ত মানুষের কাছে অনুরোধ করছি প্রতিবাদ জানিয়ে সাধারণ ধর্মঘটের আয়োজন করা হয়েছে। আরজিকরে মাঝরাতে যেভাবে তাণ্ডব চালানো হয়েছিল তারই প্রতিবাদে এই ১২ ঘণ্টার বনধের ডাক। অন্যদিকে শুভেন্দু অধিকারীও এই বনধকে সমর্থনের ডাক দিয়েছেন।
আরও পড়ুন: Weather Forecast: ভারী বৃষ্টিতে ভিজবে গোটা রাজ্য, হলুদ সতর্কতা জারি এই কয়েকটি জেলায়