Kolkata Metro: হাওড়া থেকে এসপ্লানেড রুটে চালু হয়ে গিয়েছে জলের তলায় মেট্রো। নীল জল রাশির মধ্য দিয়ে চলে কাচের ট্রেন। সেই অপূর্ব অভিজ্ঞতার সাক্ষী হতে কয়েক শত মানুষ চড়ে নিয়েছেন এই ট্রেন।তবে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো (Kolkata Metro) চালানোর কথা থাকলেও বিশেষ জটিলতার কারণে সেই রুট নির্ধারণ করা হয়নি। এরমধ্যে অন্যতম কারণ ভাঙচুর।
বউবাজারের কাছে মেট্রো লাইন করতে গিয়ে পড়তে হয় মহা বিপদে। কিছু বাড়িতে ফাটল ধরে আবার কিছু বাড়ির চাঙর ভেঙে পড়ে। যার ফলে মেট্রো সম্প্রসারনের কাজ বন্ধ রাখা হয়। অনেক মানুষকেই অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। তারপর কেটে গিয়েছে বেশ কয়েক বছর হয়নি আর সম্প্রসারণ। শিয়ালদাহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত চলেছে মেট্রো। কয়েক বছর আগেই চালু হয়ে গিয়েছে এই রুট।
নয়া মেট্রো রুট (Kolkata Metro):
এসপ্ল্যানেড এবং শিয়ালদহর মধ্য দিয়ে যদিও এখনো পর্যন্ত চলেনি মেট্রো। মধ্য কলকাতায় যেতে হলে ভরসা রাখতে হয়, দমদম মেট্রোর উপর। কবে চলবে শিয়ালদহ এবং স্প্লানেডের মধ্যে মেট্রো। মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের জেনারেল ম্যানেজার ইতিমধ্যেই এই সংক্রান্ত আসার কথা শুনিয়েছেন। তিনি বলেন ২০২৫ এর মার্চ মাসের মধ্যে আবার ইস্ট ওয়েস্ট মেট্রো সম্প্রসারণের কাজ চলবে। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যেমন তৈরি হবে লাইন ঠিক তেমনভাবেই শিয়ালদহ থেকে সোজা স্প্ল্যানেড যাওয়া যাবে। কিন্তু বউবাজার নিয়ে আবারো চিন্তায় মেট্রো কর্তৃপক্ষ। সুরঙ্গ থেকে ৩-৩ বার ধ্বস নেমেছে। যেকোনো মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বউবাজার।
ক্রস প্যাসেজ:
এদিকে ফরমান জারি করেছেন ব্যবসায়ীরাও। এই অবস্থায় মানুষের ক্ষতি করে মেট্রোরেল সম্প্রসারণের কাজ করা যাবে না বলেই রেল জানিয়েছে। তবে এক্ষেত্রে আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে ক্রস প্যাসেজ। এই প্যাসেজ তৈরীর কাজ প্রায় শেষের মুখে। এটি তৈরি হলে জাতীয় সুরক্ষার দিক থেকে যেমন থাকবে না কোন ঝামেলা অন্যদিকে দ্বিতীয় বার ধস হওয়ার সম্ভাবনা নেই। নিরাপত্তা নিশ্চিত করেই চলবে মেট্রোরেল বলছেন জেনারেল ম্যানেজার।