Lakshmir Bhandar: পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলা দের জন্য যে জনকল্যাণমুখী প্রকল্প চালু করেছেন তার মধ্যে অন্যতম লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar)। সাধারণত মাসের শুরুতেই সবার একাউন্টে চলে আসে টাকা। কিন্তু এবার দেখা যাচ্ছে অনেকেই টাকা পাননি। কি সমস্যা? আজকের প্রতিবেদনে সেই বিষয়ে আলোচনা করা যাক।
লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে ঢুকবে?
পশ্চিমবঙ্গের নামকরা প্রকল্পগুলির মধ্যে একটি মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার। প্রকল্পে আবেদন করার পর যদি কোন সমস্যা থাকে তাহলে অনেক সময় টাকা আটকে যেতে পারে। সেক্ষেত্রে টাকা কবে আসবে এটা জানার জন্য আপনি স্ট্যাটাস চেক করতে পারেন। কিভাবে করবেন? আসুন সে বিষয়ে জানা যাক। কিভাবে লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করবেন?
লক্ষ্মীর ভান্ডারের আবেদনকারীরা নিম্নলিখিত পদ্ধতি মেনে স্টেপ বাই স্টেপ ফলো করুন। এই প্রকল্পের স্ট্যাটাস চেক করে নিন।
১) প্রথমেই আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
2) ওয়েবসাইটে আসার পর আপনাকে ক্লিক করতে হবে পেজের নিচে ‘Track Application Status’ অপশনটিতে।
3) এবার যে পেজ আসবে সেখানে Application ID বা আধার কার্ড নম্বর অথবা স্বাস্থ্যসাথী কার্ডের নম্বর দিন। মোবাইল নম্বরও দিতে পারেন।
4) এরপর আপনি Captcha কোড দিয়ে Search অপশনে ক্লিক করুন।
5) এবার আপনি স্ক্রিনে Lakshmir Bhandar Application ID, ব্যাঙ্কের তথ্য, আর পেমেন্টের সব তথ্যও সামনে ভেসে উঠতে দেখবেন। আর ঠিক এভাবেই আপনি স্ট্যাটাস চেক করে নিতে পারেন।
আরও পড়ুন: Ration Card: বিনামূল্যে রেশন পেতে করতে হবে এই কাজ! জানতেন আগে? না জানলে শীঘ্রই করুন