LIC Policy: ভারতের সর্ববৃহৎ বীমা কোম্পানি হিসাবে লাইফ কর্পোরেশন অফ ইন্ডিয়া বা LIC বহু বছর ধরে তার গ্রাহকদের নানান রকম সুযোগ সুবিধা ও ভরসা প্রদান করে আসছে। জীবন বীমার ক্ষেত্রে আজও মানুষ চোখ বন্ধ করে ভরসা করে LIC- এর উপর। এলআইসিতে বিভিন্ন ধরনের পলিসি আছে। এর মধ্যে নিজের সামর্থ্য অনুসারে মানুষ তার পছন্দমত যে কোন পলিসে বেছে নেন। এলআইসির বিভিন্ন স্কিমে বিনিয়োগ করে মেয়াদপূর্তিতে বেশ ভালো রিটার্নও পেয়ে থাকেন সাধারণ মানুষ। LIC-এর জনপ্রিয় কিছু স্কিমের মধ্যে আজকের প্রতিবেদনে একটি স্কিম নিয়ে আলোচনা করা হলো। যার নাম LIC ধন বর্ষা পলিসি। এই স্কিমে বিনিয়োগে ১০ গুণ পর্যন্ত রিটার্ন পেতে পারেন যে কোনো ব্যক্তি। ভাবছেন কীভাবে এটি সম্ভব? আজকের প্রতিবেদনে রইল বিস্তারিত তথ্য।
জানুন, LIC ধন বর্ষা পলিসি কী?
LIC-এর একটি অন্যতম জনপ্রিয় একটি প্ল্যান হলো ধন বর্ষা পলিসি। এই পলিসিতে কোনো ব্যাক্তি বিনিয়োগ করে প্রায় ১০ গুন পর্যন্ত রিটার্ন পেতে পারেন। এতে দীর্ঘ মেয়াদী সঞ্চয়ের সঙ্গে জীবন বীমা পলিসির সুবিধাও মিলবে। এই স্কিমে কোনো ব্যক্তি ভবিষ্যতে নিজের বা তার পরিবারের আর্থিক উন্নতির জন্য বিনিয়োগ করতে পারেন। এখানে বিনিয়োগের জন্য দুটি বিকল্প পাবেন গ্রাহকরা।
প্রথম বিকল্পে, প্রিমিয়াম এর ১.২৫ গুন রিটার্ন পাবেন গ্রাহকরা অর্থাৎ যদি ১০ লক্ষ্য টাকা বিনিয়োগ করা হয় সেক্ষেত্রে পলিসি ধারকের মৃত্যু হলে নমিনি ১২.৫ লক্ষ টাকা পাবেন। দ্বিতীয় বিকল্পে, পলিসি ধারকের মৃত্যুতে প্রিমিয়াম এর ১০ গুন পর্যন্ত রিটার্ন পাওয়ার সম্ভবনা থাকবে নমিনির। ১০তম পলিসি বছরে পলিসিধারকের মৃত্যু হলে নমিনি ৮৭,৪৯,৫০০ টাকার সঙ্গে অতিরিক্ত ৪,০০,০০০ টাকা, অর্থাৎ মোট ৯১,৪৯,৫০০ টাকা পাবেন। আর ১৫তম পলিসি বছরে পলিসিধারকের মৃত্যু হলে নমিনি ৮৭,৪৯,৫০০ টাকার সঙ্গে অতিরিক্ত ৬,০০,০০০ টাকা, অর্থাৎ মোট ৯৩,৪৯,৫০০ টাকা রিটার্ন পাবেন। অর্থাৎ এই স্কিমে ১০ লক্ষ টাকা বিনিয়োগ করে প্রায় ১ কোটি টাকার কাছাকাছি, অর্থাৎ প্রায় ১০ গুন রিটার্ন পাওয়ার সম্ভবনা রয়েছে।
জানুন, পলিসির সুবিধা:
এই পলিসিতে পলিসিধারক ব্যাক্তি ধারা 80C এবং 10(10D) এর অধীনে আয়কর এর সুবিধা পাবেন। LIC ধন বর্ষা পলিসিতে প্রিমিয়াম এর প্রায় ১০ গুন ঝুঁকি কভার পাওয়া যাবে। এই পলিসিতে গ্রাহকদের বারবার প্রিমিয়াম ভরতে হবে না বদলে মাত্র একবার প্রিমিয়াম জমা করলেই হবে। এলআইসির এই স্কিমের মধ্যে দুটি বিকল্প বেছে নেওয়ার সুবিধা পাবেন গ্রাহকরা। এই পলিসিতে বিনিয়োগে ভবিষ্যতে পলিসি ধারকের বা তার পরিবারের আর্থিক সামঞ্জস্যতা বজায় থাকবে।
বিনিয়োগের নিয়মাবলী:
এলআইসির ধন বর্ষা পলিসিতে বিনিয়োগের জন্য অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে। এই স্কিমে কোনো গ্রাহক দশ বছর ১০ বছর এবং ১৫ বছর মেয়াদের জন্য বিনিয়োগ করতে পারবেন। দশ বছর মেয়াদের পলিসির জন্য, গ্রাহকের বয়স সর্বনিম্ন ৩ বছর এবং সর্বোচ্চ ৬০ বছর বয়স হওয়া আবশ্যক। সর্বনিম্ন ৮- ১৫ বছর মেয়াদের পলিসির জন্য এখানে বিনিয়োগ করতে পারবেন এবং এখানে বিনিয়োগ করার সর্বোচ্চ বয়সসীমা হলো ৪০ বছর।
জেনে নিন, কীভাবে এই স্কিমে বিনিয়োগ করবেন?
LIC ধন বর্ষা পলিসিতে গ্রাহকরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এর জন্য এলআইসির অফিসিয়াল ওয়েবসাইট www.licindia.in-তে যেতে হবে। সেখানে গিয়ে নিজের প্রয়োজনীয় তথ্য দিয়ে এই পলিসিটি কিনতে হবে। এছাড়া কোনো ব্যক্তি চাইলে এলআইসির কোনো এজেন্টের কাছ থেকেও পলিসিটি কিনতে পারবেন। যে এজেন্টের কাছ থেকে পলিসিটি কিনতে চাইছেন, তার কাছ থেকে আরো ভালো ভাবে এই পলিসিটি জেনে নেওয়া আবশ্যক। LIC এর ধন বর্ষা পলিসি কেনার জন্য নগদ টাকা, চেক, ডিমান্ড ড্রাফ্ট বা এলআইসি পোর্টালের মাধ্যমে টাকা জমা করতে পারবেন গ্রাহকরা।
আরও পড়ুন: Kanchan-Sreemoyee: “সত্যি আমি ভাগ্যবান!” কয়েক মাস সংসারের পর শ্রীময়ীকে নিয়ে আর কী বললেন কাঞ্চন?