LIC New Scheme: শেষ বয়সে এসে যাতে নিজেদের পরিবারের কোনো আর্থিক সমস্যা না হয় তার জন্য নানান জায়গায় সবাই নিজেদের উপার্জিত অর্থ বিনিয়োগ করে থাকেন। তবে যেকোনো জায়গায় নিজের অর্থ বিনিয়োগ করা ঝুঁকিপূর্ণ হতে পারে। সেক্ষেত্রে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া একদমই ঝুঁকিপূর্ণ নয়। তাই আজকের প্রতিবেদনে LIC এর একটি বিনিয়োগের কথা আপনাদের জানাবো।
LIC এর বিভিন্ন ধরণের প্ল্যান রয়েছে, কিছু ইনভেস্টমেন্ট প্ল্যান তো কিছু মানি ব্যাক প্ল্যান। প্রতিনিয়ত গ্রাহকদের সুবিধার্থে নতুন স্কিম চালু করা হয়।এবছর সবচেয়ে বেশি চর্চায় রয়েছে যে প্ল্যানগুলি সেগুলি হল. এলআইসি যুব টার্ম প্ল্যান , এলআইসি ডিজি টার্ম প্ল্যান, এলআইসি যুব ক্রেডিট লাইফ ও এলআইসি ডিজি ক্রেডিট লাইফ প্ল্যান। চলুন আজ এই সম্পর্কে বিস্তারিত জানানো যাক।
LIC Yuva ও LIC Digi:
LIC এর এই দুটি প্ল্যানই নন লিংকড, নন পার ইন্সুরেন্স প্ল্যান, যেখানে ঝুঁকি বা রিস্ক থাকে। এই পলিসি করতে চাইলে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। যেটা নূন্যতম ৩ বছরে ম্যাচিওর হতে পারে, অর্থাৎ নূন্যতম ১৫ বছরের প্ল্যান। যদিও সর্বোচ্চ ম্যাচুউরিটি ৭৫ বছর পর্যন্ত হতে পারে।
এই প্লানগুলিতে বীমা ধারকের মৃত্যু হলে বার্ষিক যে প্রিমিয়াম দেওয়া হয় তার ৭ গুণ টাকা পাওয়া যাবে বা মোট প্রিমিয়ামের ১০৫% রিটার্ন পাওয়া যাবে। এই প্লানের নূন্যতম Basic Sum Assured হল ৫০ লক্ষ টাকা। তবে বয়স ও প্ল্যানের মেয়াদের নিরিখে সেটা ৫ কোটি টাকা পর্যন্ত হতে পারে।
উপরিউক্ত সমস্ত প্ল্যানের ক্ষেত্রেই মহিলাদের জন্য প্রিমিয়ামের উপর ডিসকাউন্ট থাকছে। তবে Yuva Term বা Yuva Credit প্ল্যানগুলি অফলাইনে এজেন্টদের কাছে করা গেলেও Digi প্ল্যানগুলি কেবলমাত্র অনলাইনেই করা যাবে।
আরও পড়ুন: Arijit Singh: বাংলার ছেলের বিশ্বজোড়া খ্যাতি! টেলর সুইফকে পিছনে ফেলে শীর্ষে পৌঁছলেন অরিজিৎ সিং