লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Lifestyle: জন্মাষ্টমীর আগেই চকচকে করুন কালো পিতলের বাসন, রইল এই ঘরোয়া টোটকা

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Lifestyle: নিত্যদিনে বাসন অতি প্রয়োজনীয় একটি জিনিস যিনি প্রত্যেকটি বাড়িতেই ব্যবহার করা হয়। তোর ব্যবহার করতে করতে বাসনা নতুন থাকে না শুধু ব্যবহার করতে করতে আস্তে আস্তে কালো হয়ে যায়, বাসনের এই কালো ভাব দূর করার বিভিন্ন ঘরোয়া উপায় আছে। যেগুলি করে খুব সহজেই বাসন চকচকে রাখা যায়। বিশেষ করে পিতলের বাসন যেগুলি আমরা নিত্যদিনে না হলেও পুজো বা কোন বিশেষ অনুষ্ঠানের দিনের ব্যবহার করে থাকি সেই বাসনগুলি পরিষ্কার চকচকে এবং নতুনের মত রাখার কিছু হোম রেমিডি আছে। আজকের প্রতিবেদনে সে ঘরোয়া উপায়গুলি জেনে নিন যেগুলি করে খুব সহজেই ভাষণ নতুনের মত রাখা যায়।

১. বেকিং সোডা ও ভিনেগার মিশিয়ে তা দিয়ে পিতলের বাসন দারুন হয়। প্রথমে কিছু গরম জল দিয়ে তারপর, একটি ছোট বাটিতে এক চা চামচ বেকিং সোডা এবং এক চা চামচ ভিনেগার মিশিয়ে সেই মিশ্রণটি পাত্রে লাগিয়ে ভালো করে ঘষে নিলেই কয়েক মিনিট পর পাত্রগুলি ধুয়ে মুছে একদম সাফ। এতে পাত্রটি নতুনের মতো উজ্জ্বল হয়ে উঠবে।

২. লেবু নুন ব্যবহার করো পিতলের বাসন নতুন রাখা যায় প্রথমেই একটি পাত্রে লেবুর রস নিয়ে তার মধ্যে একটু নুন মিশিয়ে সেই মিশ্রণটিকে বাসনে লাগিয়ে ভালো করে স্কচব্রাইট বা পুরানো টুথব্রাশ দিয়ে ঘষলে পাত্রটি একদম নতুনের মত চকচক করবে এবং সমস্ত দাগ নিমেষেই ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।

৩. আরো একটি পদ্ধতি হল দই এবং নুন এর ব্যবহার একইভাবে এই দুটি উপকরণের মিশ্রণ বানিয়ে সেই মিশ্রণ দিয়ে পাত্র পরিষ্কার করলেও দারুণ ফলাফল পাওয়া যায়

WhatsApp Group Join Now

৪. এছাড়াও টমেটোর রস ব্যবহার করা যেতে পারে বাসন পরিষ্কার রাখার ক্ষেত্রে টমেটো এমনিতেও করা দাগ দূর করার জন্য ভীষণ উপকারী।

Lifestyle:
Lifestyle:

উপরিউক্ত সমস্ত উপকরণ গুলি পিতলের বাসনকে নতুন চকচকে রাখতে সাহায্য করে তবে এগুলি পিতলের বাসন পালিশের ক্ষেত্রে ওনাকে ব্যবহার করে থাকেন, তবে সব থেকে সহজ ঘরোয়া উপায় হল গরম জল এবং সাবান দিয়ে পিতলের বাসন পরিষ্কার করা। যাতে বাসুন নতুন ও থাকে এবং লাগবে একদম পালিশ করা।

আরও পড়ুন: Weather Forecast: ফুঁসছে নিম্নচাপ! ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস কোথায় কোথায়? জেনে নিন আবহাওয়ার খবর একনজরে

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।