Lifestyle: গ্রীষ্মের পর আসে বর্ষাকাল যা এক কথায় বলতে গেলে সাধারণ মানুষকে গরমের প্রকোপ থেকে একটু হলেও স্বস্তি দেয় বর্ষাকাল অনেকেরই খুব প্রিয় আবার অনেকের ভালো লাগেনা। বৃষ্টির বৃষ্টির মৌসুমে চারিদিক যেন আরও বেশি সুন্দর যেন সবুজ লাগে এই সময় অনেকেই বিভিন্ন জায়গায় ঘুরতে যান এই আবহাওয়ার মজা নেন এবং কোথাও ঘুরতে নাও বাড়িতে বসে একটু ভালো মন্দ খাওয়ার মত সবাই নিয়েই থাকেন। তবে বর্ষাকালে ভালোর পাশাপাশি কিছু খারাপও আছে যেমন এই সময়ে অনেক রকম রোগও হয় শরীর খারাপ সব থেকে বড় অসুবিধা হয় এই বর্ষার আবহাওয়ায় খুব বেশি চুল পড়া বা খুশকি হওয়ার সম্ভাবনা দেখা যায়। এর প্রতিকারের জন্য কয়েকটি ঘরোয়া উপায় রয়েছে যেগুলি আজকের প্রতিবেদনে জেনে নিন।
১. পেঁয়াজের রস চুলের জন্য ভীষণ উপকারী। এটি চুলের গোড়া মজবুত করতে এবং চুল পড়ার সমস্যা কমাতেও সাহায্য করে। একটি পেঁয়াজ পিষে এর রস বের করে চুলের গোড়ায় লাগিয়ে ২০ থেকে ৩০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে। এইভাবে কয়েক সপ্তাহের ব্যবহারেই ফলাফল লক্ষ্য করা যাবে।
২. নিমের বহু গুণাগুণ। নিমের ছাল, পাতা, ডাল সবই আমাদের নানান সমস্যা সমাধানে কাজে লাগে। নিমের তেল অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্যে সমৃদ্ধ। এটি মাথার খুশকি কমাতে এবং চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। এরজন্য নিমের তেল হালকা গরম করে সপ্তাহে দুবার চুলে ম্যাসাজ করলে, মাত্র ১ মাসেই পাওয়া যাবে এই সমস্যা থেকে মুক্তি।
৩. ডিমও আমাদের চুলকে শক্তি এবং উজ্জ্বলতা দেয়। একটি ডিম ভেঙে তার পেস্ট তৈরি করে চুলে লাগাতে হবে অন্তত ২০ থেকে ৩০ মিনিতের জন্য, তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে। মাত্র ১ সপ্তাহেই চুলের সমস্যা তো মিটবেই তার সঙ্গে চুলে উজ্জ্বলতাও ফেটে পড়বে।
৪. নারকেল তেল চুলের জন্য অত্যন্ত উপকারী। বহু প্রাচীনকাল থেকে এই তেল মানুষ ব্যবহার করে আসছে। তবে নারকেল তেল এবং লেবু একসঙ্গে ব্যবহার করলে দারুন ফলাফল পাওয়া যায়। নারকেল তেল চুলে পুষ্টি জোগায় এবং লেবুর রস খুশকি দূর করে। এরজন্য একটি পাত্রে ৩ চামচ নারকেল তেল ও সঙ্গে ২ চামচ লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় লাগাতে হবে, ৩০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললেই চুলের গোছ শক্ত হবে এবং সৌন্দর্য ও বাড়বে।
বর্ষাকালে চুলের খুশকির সমস্যা বা চুল পড়ার সমস্যার প্রধান কারণ হলো বাতাসে আদ্রতার পরিমাণ বেশি হওয়া, খুব স্বাভাবিকভাবেই অনেকে চুল পড়া খুশকির সমস্যার সম্মুখীন হন। স্যাঁতস্যাঁতে আবহাওয়ার জন্য জন্য খুব সহজে ভেজা চুল শুকাতে চায় না আর ভেড়া চুল না শুকালেই শুরু হয় সমস্যা। তাই উপরিউক্ত। কয়েকটি হোম রেমেডি খুব সহজেই বাড়িতে প্রয়োগ করলেই ফলাফল পাওয়া যেতে পারে।