Liquor Price: এবার এক ধাক্কায় অনেকটাই কমল মদের দাম। হ্যাঁ ঠিকই শুনেছেন। সে উৎসব হোক কিংবা অন্য সময়, বর্তমান সময়ে মদ্যপান করেন এমন মানুষের সংখ্যা অনেকটাই আছে রাজ্যে। এদিকে সামনেই রয়েছে দুর্গাপুজো সহ আরও অনেক উৎসব। এবারও তার ব্যতিক্রম ঘটল না। তবে দাম বাড়েনি, বরং রাজ্যে মদের দাম কমিয়ে দিল সরকার।
নতুন মাসের শুরুতেই অর্থাৎ সেপ্টেম্বর মাসেই চমক পেয়েছেন সুরাপ্রেমীরা। ১ সেপ্টেম্বর থেকে রাজ্যে এক ধাক্কায় অনেকটাই মদের দাম কমিয়ে দেওয়া হয়েছে। না তবে বাংলায় নয়, এই দাম কমেছে আসাম রাজ্যে। আসলে আবগারি শুল্ক কমানোর জেরে ১ সেপ্টেম্বর থেকে মদের দাম কমানোর কথা ঘোষণা করেছে অসম সরকার।
বিদেশে তৈরি লিকারের, বিয়ার, ওয়াইন, রাম, ব্র্যান্ডির দাম কমেছে। এতদিন দাম বেশি থাকায় এতে করে রাজ্যের রাজস্বতেও যথেষ্ট চাপ পড়ে। তবে আর নয়, এবার মদের দাম কমানোর ঘোষণা করেছে সরকার। এতে করে সরকারের রাজস্ব ফুলে ফেঁপে উঠবে বলে মনে করা হচ্ছে।
৫% অ্যালকোহলযুক্ত ৬৫০ মিলি বিয়ারের দাম ২২ টাকা করে কমানো হবে এবং ৫% এর বেশি অ্যালকোহলযুক্ত ৬৫০ মিলি বিয়ারের দাম ৩৪ টাকা কমানো হবে। ৭৫০ মিলি রামের দাম হ্রাস পাবে। অন্যদিকে নিয়মিত ব্র্যান্ডের ৭৫০ মিলি হুইস্কি এবং জিন প্রতি ১৪৪ টাকা হ্রাস পাবে। এছাড়া বিলাসবহুল ব্র্যান্ডের ৭৫০ মিলি ব্র্যান্ড, হুইস্কি ৫০০ টাকার মধ্যে থাকবে৷