Liquor Price Drop: মদ শিল্পে আসছে জোয়ার। দাম কমতে চলেছে মদের। উৎসবের আগেই বড় ঘোষণা। শুধু রাজ্য নয় গোটা দেশজুড়ে কমবে মদের দাম। বেভারেজের উপর ধার্য করা করের ছাড় দেওয়া হয়েছে অনেকটাই। যার ফলে সুরা প্রেমীদের কপালে চিন্তার ভাঁজ অনেকটাই মুক্ত হলো। সেই সঙ্গে ফুটলো হাসি।
মদের দামে হ্রাস:
ভারতে তৈরি অ্যালকোহল বিদেশী লিকার বিয়ার ওয়াইন রাম ব্র্যান্ডি সবকিছুর দাম কমতে চলেছে। সাধারণত উৎসবের আগে এমনটা হয় না। বরাবর উৎসবের আগেই দাম বেড়ে যায় মদের। এদিকে মদের ওপরে কর ছাড় হওয়ায় স্বাভাবিকভাবেই হাসি ফুটেছে রাজ্য সরকারের মুখেও কারণ এর প্রভাবে রাজ্যে বাড়বে মদ্য শিল্পের বিক্রি। কিন্তু কতটা কমতে পারে দাম। জানা গিয়েছে ৭৫০ এম এল বোতলে ১৭০ টাকার মতো দাম কমতে পারে।
আবার প্রিমিয়াম ব্রান্ডের মদের বোতলের দাম কমতে পারে ২১৪ টাকার কম। একদিকে ভাদ্র মাস পড়ে গিয়েছে ক্যালেন্ডারে কিন্তু এখনো বর্ষা থামেনি। প্রচন্ড বৃষ্টিতে নাজেহাল পরিস্থিতি। তার মাঝেই মদের দাম কমেছে যার ফলে উৎসবের দিনগুলিতে পাওয়া যাবে মদ খাওয়ার অবসর।
এই রাজ্যে কমছে মদের দাম:
তবে এই দাম কমতে চলেছে পশ্চিমবাংলায় নয় আসামে। অসাম এক্সাইজ ডিপার্টমেন্ট ইতিমধ্যেই ঘোষণা করেছে এই মদের দাম কমানোর কথা। সেপ্টেম্বর মাস থেকে নতুন দাম কার্যকরী হবে। সেপ্টেম্বর থেকেই অনেকাংশে কমে যাবে বিভিন্ন মদের দাম। দিওয়ালি পর্যন্ত এই দাম অপরিবর্তিত থাকবে বলে মনে করা হচ্ছে।
তবে বাংলায় কি আসন্ন দুর্গোৎসবের আগে কমতে পারে মদের দাম। পার্শ্ববর্তী রাজ্যের মতন বাংলার সূরা প্রেমীরা কি এখন থেকেই শুরু করে দেবেন সেলিব্রেশন। এখনো পর্যন্ত আবগারি দপ্তর কোন আশার কথা না শোনালেও আসাম ভরসা যোগাচ্ছে বাংলাকে।