ফুটপাতের খাবারকে একেবারে নতুন ভাবে সকলের সামনে যিনি নিয়ে এসেছেন তিনি হলেন নন্দিনী দিদি, ওরফে নন্দিনী। ডালহাউসের নন্দিনী দিদি যখন থেকে ভাইরাল হয়েছে তখন থেকেই ফুটপাতের খাবারে যেন নতুন করে ভালোবাসা তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। নন্দিনী দিদি, এতটাই জনপ্রিয় যে তিনি দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে পর্যন্ত পৌঁছে গেছেন।
ভাইরাল দিদির হাতে খাওয়ার জন্য বাংলাদেশ থেকেও নন্দিনীর হোটেলে খেতে এসেছেন বহু মানুষ। তবে কিছুদিন আগে দেখা গিয়েছিল নন্দিনী তার হোটেল নাকি বন্ধ করে দিতে চলেছে যদিও এই কথাটি এখনো কথাটা সত্য তা জানা যায়নি। তবে এটাও শোনা গিয়েছিল নন্দিনীর খাবারের দাম নাকি দ্বিগুণ করে দেওয়া হবে তবে সেটাও কথাটা সত্যি তা জানা যায়নি।
আরও পড়ুন: রূপের আসল চেহারা দেখে ফেলে মীনাক্ষীকে জানিয়ে দিল গিনি! ফাঁস ‘ইচ্ছে পুতুল’র দুর্ধর্ষ পর্ব
তবে আজ এই প্রতিবেদনে আমরা জানবো নন্দিনী দিদির হোটেলে কত টাকার বিনিময়ে আপনি কি কি খেতে পারবেন। নন্দিনী দিদির হোটেল সকাল ১১ টা থেকে দুপুর চারটে পর্যন্ত খোলা থাকে এবং সারাদিন খাওয়া-দাওয়া চলে এই হোটেলে। এই হোটেলে এতটাই ভীর হয় যে হোটেলের কর্মচারীরা হিমশিম খেয়ে যান ভিড় সামলানোর জন্য। এই হোটেলে সবথেকে কম দামে থালি হলো ৩০ টাকা এবং সব থেকে বেশি দামের থালি হলো ২০০ টাকা।

৫০ টাকা থালিতে আপনি পেয়ে যাবেন ভাত ডাল আলু ভাতে সবজি দু রকমের ভাজা।
৭০ টাকার থালিতে পেয়ে যাবেন ভাত ডাল আলু ভাতে সবজি একটি ভাজা এবং মাছের ঝোল।
৮০ টাকার থালিতে পেয়ে যাবেন ভাতার আলু ভাতে সবজি একটি ভাজা এবং মাছের ঝোল।
১০০ টাকা থালিতে আপনি পেয়ে যাবেন ভাত ডাল আলু ভাতে সবজি একটা ভাজা, চিকেন।
২০০ টাকা থালিতে পেয়ে যাবেন আপনি ভাত ডাল আলুভাতে সবজি একটি ভাজা এবং মাটন।
এছাড়াও আপনি পেয়ে যাবেন ১৫০ টাকায় পোলাও এবং চিকেন কষা। সঙ্গে আপনি পেয়ে যাবেন মাছ বাটা এবং ইলিশ।