LPG Gas Cylinder Price: ভোটের মরশুমে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল মানুষের দৈনন্দিন প্রয়োজনে ব্যবহৃত এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন হতে পারে। তবে সেই গ্যাসের দাম পরিবর্তন হয়ে দাম বাড়ছে না কমছে সেই বিষয়ে কোনো রকম ধারণা দেওয়া হয়নি। সূত্রের খবর নিয়ে যাই দিল্লি এবং মুম্বাই শহরে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছে ১৯ থেকে ২০ টাকা পর্যন্ত। মে মাসের এক তারিখেই এই দাম ধার্য করা হয়েছে। দেশের অন্যতম তেল বিক্রয়কারী সংস্থা ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট মারফত জানা গিয়েছে নতুন গ্যাস সিলিন্ডারের দাম।
রাজধানী শহর দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (LPG Gas) দাম কমেছে এক লাফে ১৯ টাকা। আগে যেখানে দিল্লিতে গ্যাস সিলিন্ডারের দাম ছিল ১৭৬৪ টাকা, সেখানে বর্তমানে গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১৭৪৫.৫০ টাকা। অন্যদিকে মুম্বাইতেও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছে ১৯ টাকা। বর্তমানে গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১৬৯৮.৫০ টাকায়। অন্যদিকে চেন্নাইতেও এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমে গিয়েছে ১৯ টাকা। নতুন দাম হয়েছে ১৯১১ টাকা।
আরও পড়ুন: Amitabh Bachchan’s New Baby: অভিষেকের হাত ধরেই অমিতাভের জীবনে এল নতুন বেবি! ঘরে সতীন এল জয়া বচ্চনের
আর কলকাতা শহরে বাণিজ্যিক গ্যাস (LPG Gas) সিলিন্ডারের পূর্বের দাম ছিল ১৮৭৯ টাকা। তবে বর্তমানে দাম কমে নতুন দাম হয়েছে ১৮৫৯ টাকা। এই বাণিজ্যিক গ্যাস সাধারণত বড় হোটেল, রেস্টুরেন্টে ব্যবহৃত হয়ে থাকে। আর এই গ্যাস সেলিনারের ওজন হয় ১৯ কেজি। এবারে প্রশ্ন হচ্ছে বাণিজ্যিক গ্যাসের দামটা কমলো তবে ঘরোয়া রান্নার গ্যাসের দাম কবে কমবে? উল্লেখ্য গত মার্চ মাসেই নারী দিবস উপলক্ষে গ্যাস সিলিন্ডারের দাম একলাতে অনেকটা কমানো হয়েছিল। পাশাপাশি ঘোষণা করা হয়েছিল ভর্তুকি দেওয়ার কথা। বর্তমানে উজ্জ্বলা যোজনা অধীনে গ্রাহকেরা ভর্তুকি পেয়ে থাকেন ৩০০ টাকা করে।