Ekchokho.com 🇮🇳

LPG Gas Cylinder: মাসের শুরুতেই সুখবর! LPG সিলিন্ডারের দাম ৪৪ টাকা কমে গেল, জানুন বিস্তারিত

LPG Gas Cylinder: বর্তমানে রান্নার জন্য প্রায় প্রতিটি বাড়িতেই ব্যবহার করা হয় গ্যাস সিলিন্ডার (LPG Gas)। কয়েক বছর আগেও যেখানে উনুন কিংবা কেরোসিন স্টোভের উপর নির্ভর করতে হত, সেখানে এখন শহর থেকে গ্রাম— সর্বত্র ছড়িয়ে পড়েছে LPG সংযোগ। তবে এর দাম নিয়ে চিন্তায় থাকেন সাধারণ মানুষ। প্রতি মাসের শুরুতেই রান্নার ...

Published on:

LPG Gas Cylinder

LPG Gas Cylinder: বর্তমানে রান্নার জন্য প্রায় প্রতিটি বাড়িতেই ব্যবহার করা হয় গ্যাস সিলিন্ডার (LPG Gas)। কয়েক বছর আগেও যেখানে উনুন কিংবা কেরোসিন স্টোভের উপর নির্ভর করতে হত, সেখানে এখন শহর থেকে গ্রাম— সর্বত্র ছড়িয়ে পড়েছে LPG সংযোগ। তবে এর দাম নিয়ে চিন্তায় থাকেন সাধারণ মানুষ। প্রতি মাসের শুরুতেই রান্নার গ্যাসের (Cooking Gas) দামের ওঠাপড়া দেখে মানুষকে সিদ্ধান্ত নিতে হয়, আগেভাগে বুকিং করবে নাকি অপেক্ষা করবে।

সিলিন্ডারের দাম কমলে কি সত্যিই লাভ?

বিগত কয়েক মাস ধরে গ্যাসের (LPG Gas Cylinder) দাম নিয়ে বারবার আলোচনায় এসেছে মধ্যবিত্ত সমাজ। কখনও দাম বাড়ে, কখনও কমে, তবে প্রতিবারই মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়— এবার কতটা পরিবর্তন হল? চলতি মাসেও এর ব্যতিক্রম হয়নি। এবারও মাসের প্রথম দিনেই নয়া দাম প্রকাশ করেছে সংশ্লিষ্ট সংস্থা। তবে এবার কি সত্যিই স্বস্তি মিলবে, নাকি শুধুমাত্র নামমাত্র পরিবর্তন হল, সেটাই জানার অপেক্ষায় সকলে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বাণিজ্যিক গ্যাসের (Commercial Gas) দামে বড়সড় বদল

১ এপ্রিল থেকে দেশের বিভিন্ন প্রান্তে রান্নার গ্যাসের দাম পরিবর্তিত হয়েছে। এবার একধাক্কায় ৪১ টাকা কমল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (Commercial LPG) দাম। গত মাসে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য ছিল ১৯১৩ টাকা, যা এখন কমে দাঁড়িয়েছে ১৮৭২ টাকা। রেস্তোরাঁ, হোটেল কিংবা ছোট-মাঝারি ব্যবসায়ীদের ক্ষেত্রে এটি বেশ স্বস্তির খবর।

আরও পড়ুন: Reliance Jio Recharge Plan: জিওর তরফে ৪৪৮ টাকার প্ল্যানে এলো পরিবর্তন, যুক্ত হলো ১৮৯ টাকার নতুন প্ল্যান

ঘরোয়া গ্যাসের (Domestic LPG) দামে কোনও পরিবর্তন নেই

যদিও ১৪.২ কেজির গৃহস্থালির রান্নার গ্যাসের (Domestic Gas Cylinder) দামে কোনও পরিবর্তন আসেনি। কলকাতায় এখনও এই গ্যাস সিলিন্ডারের দাম ৮২৯ টাকা। অন্যদিকে, দিল্লিতে এই দাম ৮০৩ টাকা, মুম্বইয়ে ৮০২.৫০ টাকা এবং চেন্নাইয়ে ৮১৮.৫০ টাকা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PM Ujjwala Yojana) গ্রাহকরা অবশ্য ৩০০ টাকা পর্যন্ত ভর্তুকি পাচ্ছেন, যা আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।

আগামীতে গ্যাসের দাম আরও কমবে?

গ্যাসের দামে ওঠানামা লেগেই থাকে। তবে সাধারণ মানুষের জন্য সবচেয়ে বড় প্রশ্ন— কবে কমবে গৃহস্থালির গ্যাসের (Household Gas) দাম? বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারের তেলের দামের উপর নির্ভর করে LPG-র মূল্য নির্ধারিত হয়। তাই আগামীতে আবারও দামে পরিবর্তন আসতে পারে। এখন মধ্যবিত্তের একটাই আশা, খুব শীঘ্রই রান্নার গ্যাসের দাম কমবে এবং আর্থিক সাশ্রয় হবে।

আরও পড়ুন: Airport To Esplanade Metro: কলকাতা মেট্রো যাত্রীদের জন্য দারুণ সুখবর! এয়ারপোর্ট মেট্রো পরিষেবা শুরু হতে চলেছে